আগামী ৬ ঘন্টায় গুরুতর সাইক্লোন দানা দুর্বল হবে। এই সময়ের মধ্যে সাইক্লোন দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।
বেলা ১১ টা নাগাদ আবহাওয়া বিভাগের পূর্বাভাসে এই তথ্য দেওয়া হয়েছে
আবহাওয়া বিভাগ জানাচ্ছে শুক্রবার সকাল সাড়ে নটা নাগাদ ওডিশার উত্তর উপকূল এলাকায় ছিল ঘূর্ণিঝড়। ভদ্র কেট থেকে ৩০ কিলোমিটার উত্তর পূর্বে এবং ধামারার থেকে 50 কিলোমিটার উত্তর পশ্চিমে ছিল ঝড়ের অবস্থান।
ঝড় ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। এই প্রক্রিয়ায় আগামী ৬ ঘন্টায় সাইক্লোন দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে।
বৃহস্পতিবার গভীর রাতে ওডিশার তটে আছড়ে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘দানা’। পুরী এবং সাগরদ্বীপের মাঝে ওডিশার ভিতরকণিকা ও ধামাকা বন্দরের কাছে আছড়ে পড়ছে এই সাইক্লোন।
আবহাওয়া বিভাগ জানায় শুক্রবার ভোর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। প্রায় তিন থেকে চার ঘন্টা ঘূর্ণিঝড় আছড়ে পড়তে থাকবে ওডিশার উপকূল অঞ্চলে।
ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই ঘূর্ণিঝড় এর প্রভাব পড়বে।
রাজ্যের উপকূল অঞ্চলে জনতার মধ্যে সতর্কবার্তা প্রচার করে চলেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। বিজ্ঞান মঞ্চের কর্মীরা অক্লান্ত প্রচারে বলেছেন ভয় নয় সর্তকতা জরুরি। বিভিন্ন এলাকায় স্থানীয় স্তরে হেল্পলাইন নম্বরও দিয়েছে বিজ্ঞান মঞ্চ।
ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার প্রায় সারাদিন কমবেশি বৃষ্টিপাত হয়েছে। শুক্রবারও বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
DANA UPDATE
৬ ঘন্টায় দুর্বল হবে দানা, পরিণত হবে গভীর নিম্নচাপে
×
Comments :0