DHUSARBELA — UTSAV — DESH-KAL-MANUSH — MANISH DEB / SHARAD MUKTADHARA

ধূসরবেলা — উৎসব — দেশ-কাল-মানুষ / মনীষ দেব / শারদ মুক্তধারা

সাহিত্যের পাতা

DHUSARBELA   UTSAV  DESH-KAL-MANUSH   MANISH DEB  SHARAD MUKTADHARA

শারদ মুক্তধারা

ধূসরবেলা

উৎসব — দেশ-কাল-মানুষ 
মনীষ দেব

       উৎসবে ওরা — পদ্ম তোলে সজনে দিঘির জলে। রাত শেষের লোকালে ওরা পৌঁছে যায় — গঞ্জে কিংবা শহরে। ওদের ঠিকানা — ময়ূরভঞ্জ-নিয়ামৎগঞ্জ-বনগাঁ-বাগদা-বয়রা, ওরা শেফালী; সেলিনা;ফুলী ও আবেদা; উমা। এই মহানগরে ওরা শুধু ফুলওয়ালী — ।

       খুচরো জীবন — অচল পয়সা — খুচরো কানাকড়ি হাট-বাজারে বাতিল এখন, বাতিল তুমি ও আমি। বন্ধ এখন গমের কল — বন্ধ হরি মুদি। প্যাকেজিংয়ের জীবন এখন শপিং মলেই বাঁচি। বৃদ্ধাশ্রমেই বাঁচুক — আমার মম আর বাপি। ডলারে মোড়া জীবন এখন — কলার খোসার মতো। মাঝে মধ্যেই জীবন থেকে পা পিছলে মরি।

       এ এক অন্তর্জলীযাত্রার পথে — দেশ-কাল-মানুষ। 
শুধু মুখরিত উৎসব চারিদিকে আর মুখ পুড়ে যাওয়া দেশ বিবস্ত্র চিত্রাঙ্গদার সাথে হাটে — উলঙ্গ মণিপুরে। 
       কালের যাত্রা — উৎসব মুখরিত শহরে ভাবী শিক্ষক বসে আছে পথে। শাসকেরা চুনকালি মেখে মুখে তবু উৎসবে মাতে — কী বিচিত্র!
       তবু মানুষের ঢল নামে,
            মানুষের ঢল নামে, 
            মানুষের ঢল নামে।

 

Comments :0

Login to leave a comment