Vishal Dadlani

কঙ্গনাকাণ্ড: সিআইএসএফ’র সেই জওয়ানের পাশে দদলানিও

জাতীয়

সিআইএসএফ’র সেই জওয়ান কুলবিন্দর কৌরের সমর্থনে মুখ খুললেন গায়ক-সুরকার বিশাল দদলানি। অভিনেত্রী, এখন বিজেপি’র সাংসদ কঙ্গনা রানাউতকে বিমানবন্দরে চড় মারায় অভিযুক্ত কৌর। 
দদলানি সোশাল মিডিয়ায় বলেছেন, ‘‘আমি কখনও হিংসার সমর্থক নই। কিন্তু ওই সিআইএসএফ জওয়ানের রাগের কারণ বুঝি। তাঁকে যদি কাজও হারাতে হয় চাকরির ব্যবস্থা হবে, যদি তিনি নিতে চান।’’
পোস্টের নিচে লিখেছেন, ‘‘জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিসান।’’
কৃষক আন্দোলনের সময় এই স্লোগানই দেশময় ছড়িয়েছিল। কৃষক আন্দোলনকে সমর্থন জানাতে এগিয়েও এসেছেন, বিভিন্ন সময়ে, শিল্পী-অভিনেতারা। 
চন্ডীগড় বিমানবন্দে ওই ঘটনায় নিজের নিরাপত্তা বিঘ্নিত বলে শোরগোল তোলেন কঙ্গনা। এনআরসি-সিএএ থেকে কৃষক আন্দোলনে চড়া সুরে সঙ্ঘ পরিবারের ভাষ্য সমানে পরিবেশন করে গিয়েছেন এই অভিনেত্রী। নির্বাচনে এবার বিজেপি’র প্রার্থী হয়ে জিতেছেন। কিন্তু তাঁকে ঘিরে ক্ষোভ কমেনি। 
কৌরকে সাসপেন্ড করার পাশাপাশি গ্রেপ্তারও করেছে সিআইএসএফ। কাজও হারাতে পারেন তিনি। সংবাদমাধ্যমে প্রবল উত্তেজিত কুলবিন্দর বলেছিলেন যে তাঁর মা ছিলেন দিল্লিতে কৃষক আন্দোলনে। অবস্থানে বসেছিলেন। তাঁকে ঘিরে কঙ্গনা রানাউত জঘন্য মন্তব্য করেছিলেন। 
কুলবিন্দরের মুখে কথা কেড়ে দদলানি বলেছেন, ‘‘যাঁরা ‘দুঙ্গনা’-র পক্ষে তাঁদের একটি প্রশ্ন করতে চাই। তাঁদের মা-কে কেউ যদি বলতে একশো টাকায় কেনা যায়, তাঁরা কী করতেন?’’
ফের লিখেছেন, ‘‘কৌরকে যদি চাকরি থেকে বরখাস্ত করা হয়, কেউ আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দিন, চাকরির ব্যবস্থা করব।’’

Comments :0

Login to leave a comment