জিনিসের দাম চড়া, বিশেষ করে খাদ্যদ্রব্যের। পাল্লা দিয়ে বাড়ছে বেকারি। আবার মজুরির হার কমছে। শ্রমজীবী, সাধারণ মানুষ, নিম্নবিত্ত, গরিব সঙ্কটে। এই বাজেট কী তা থেকে পরিত্রাণের পথ দেখাচ্ছে?
কৃষিকে অন্যতম প্রধান গুরুত্ব দেওয়ার ঘোষণা করে চলেছেন প্রধানমন্ত্রী। বাজেটে তার প্রতিফলন কী রইল? গ্রামোন্নয়নে চলতি অর্থবর্ষ ২০২৪-২৫’র জন্য বরাদ্দ হয়েছিল ২ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা। বাস্তবে খরচ হবে ১ লক্ষ ৯০ হাজার কোটি টাকা। প্রায় ৭৫ হাজার কোটি টাকা কম খরচ করেছে কেন্দ্র।
তা’হলে কোন দিশা দেখাচ্ছে এই বাজেট? গণশক্তি-র সাক্ষাৎকারে বাজেটেরই বিশ্লেষণ করলেন অর্থনীতিবিদ এবং শিক্ষক দেবাশিস মিথিয়া।
দেখুন ভিডিও
Budget Analysis
বাজেট বিশ্লেষণ, দেখুন ভিডিও
×
Comments :0