Delhi Exit Poll

বুথ ফেরত সমীক্ষায় পাল্লা ভারী বিজেপি’র, অনুমান খারিজ করল ‘আপ’

জাতীয়

দিল্লিতে বিজেপি’র পক্ষে অনুমান জানিয়েছেন একাধিক বুথ ফেরত সমীক্ষা। তবে এই অনুমান মানতে রাজি নন রাজ্যের সরকারে আসীন ‘আপ’। দলের তরফে বলা হয়েছে ফের সরকার গড়বে ‘আপ’-ই।
দিল্লিতে লড়াই হয়েছে ত্রিমুখী। বিজেপি আপ ও কংগ্রেসের মধ্যে। প্রায় সব পেশাদার সংস্থার বুথ ফেরত সমীক্ষায় অনুমান, দিল্লি হাতছাড়া হতে চলেছে আপের। তবে বুথ ফেরত সমীক্ষা আর ফলাফলের মধ্যে প্রায়ই বড় ফারাক থাকে। ফল কী হবে বোঝা যাবে ৮ ফেব্রুয়ারি গণনার দিন। লোকসভা নির্বাচনে একাধিক বুথফেরত সমীক্ষা বিজেপি’র ‘চারশো পার‘ স্লোগানের পক্ষে হাত তুলেছিল। তবে সেই অনুমান মেলেনি। আবার হরিয়ানা বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি সমীক্ষায় কংগ্রেসের সরকারের পক্ষে অনুমান ছিল বুথফেরত সমীক্ষায়। ভোট শতাংশ সমান সমান হলেও দেখা যায় আসনের বিচারে এগিয়ে থেকে বিজেপি সে’রাজ্যে ফের সরকার গড়েছে। 
বুধবার বিভিন্ন সংবাদমাধ্যম যে যে পেশাদার সংস্থার অনুমান বুধবার প্রকাশ করেছে, তার প্রায় প্রতিটিই বিজেপি’র গরিষ্ঠতার পক্ষে অনুমান জানিয়েছে। 
দিল্লি বিধানসভায় মোট আসন ৭০। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩৬ আসন।
চাণক্য স্ট্র্যাটেজিজ: আপ ২৫-২৮, বিজেপি ৩৯-৪৪, কংগ্রেস ২-৩। 
জেভিসি: আপ ২২-৩১, বিজেপি ৩৯-৪৫, কংগ্রেস ০-২। 
ম্যাট্রিজ: আপ ৩২-৩৭, বিজেপি ৩৫-৪০, কংগ্রেস ০-১। 
পি মার্ক: আপ ২১-৩১, বিজেপি ৩৯-৪৯, কংগ্রেস ০-১।
অরবিন্দ কেজরিওয়াল প্রথম সরকার গড়েন ২০১৩-তে। তবে বাইরে থেকে তাঁর সরকারকে সমর্থন জানিয়েছিল কংগ্রেস। ২০১৫-তে কংগ্রেস সমর্থন তুলে নেওয়ায় ফের নির্বাচন হয়। ৭০ আসনের মধ্যে ৬৭ আসনে জয়ী হয় ঝড় তুলে দেয় ‘আপ’। ২০২০’র নির্বাচনে ‘আপ’ জয়ী হয় ৬২ আসনে।

Comments :0

Login to leave a comment