বস্তাবন্দি নগদ পাওয়া গিয়েছিল বাসভবন থেকে। সোমবার সেই বিচারপতি যশবন্ত ভার্মার এজলাসের শুনানি স্থগিত করল দিল্লি হাইকোর্ট।
দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার বাসভবনে আগুন লাগে গত ১৪ মার্চ। হোলির দিন আগুন নেভাতে গিয়ে দমকল বস্তাবন্দি বিপুল নগদ দেখতে পায়। পরে তাঁর বাসভবনের কাছ থেকে পোড়া নোট মিলেছে। সব অভিযোগ যদিও অস্বীকার করেছেন বিচারপতি ভার্মা।
ঘটনার প্রায় দশদিন পর, সোমবার, দিল্লি হাইকোর্ট দু’টি নির্দেশিকা জারি করেছে। একটি সার্কুলারে জানানো হয়েছে, পরিস্থিতির সাপেক্ষে বিচারপতি ভার্মাকে বিচার সংক্রান্ত দায়িত্ব পালন স্থগিত করতে বলা হয়েছে।
আরেকটি সার্কুলারে দিল্লি হাইকোর্ট জানিয়েছে যে বিচারপতি ভার্মার ডিভিশন বেঞ্চের সব মামলার শুনানি সোমবার বন্ধ রাখা হচ্ছে।
বিচারপতি যশবন্ত ভার্মার সঙ্গে ব্যাঙ্ক প্রতারণার যোগও সামনে এসেছে। উত্তর প্রদেশের একটি চিনিকলের নন এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন এই বিচারপতি। সেই সংস্থা জামিনদার হয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ওবিসি’র থেকে কৃষি ঋণ অনুমোদন করায়। পরে দেখা যায় কৃষকদের পরিচয় ভুয়ো। ঘটনা হলো, এই ঘটনায় অভিযোগের তদন্তের জন্য সিবিআই-কে নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। সিবিআই তদন্তে নামলে স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। ফলে এই ঘটনায় বিচারবিভাগের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।
বাড়িতে নগদ মেলায় সুপ্রিম কোর্টকে বিষয়টি জানায় দিল্লি হাইকোর্ট। ১৫ মার্চ দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় বিষয়টি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে। দিল্লি হাইকোর্ট অভ্যন্তরীণ তদন্ত চালু করে।
Cash Justice Varma
বস্তাবন্দি নগদ, সেই বিচারপতির এজলাস থেকে মামলা সরালো হাইকোর্ট

×
Comments :0