Delhi Election

কমিশনে কেজরিওয়াল: দিল্লি পুলিশকে ব্যবহার করে ভোট কারচুপির আশঙ্কা

জাতীয়

মঙ্গলবার কমিশনে অভিযোগ জানানোর পর অরবিন্দ কেজরিওয়াল, অতিশী।

ভোটের ঠিক আগের রাতে হরিয়ানায় এফআইআর দায়ের হলো অরবিন্দ কেজরিওয়ালের নামে। মঙ্গলবার রাতে এই এফআইআর দায়ের হয়েছে ‘আপ’ প্রধানের ‘যমুনার জল বিষাক্ত’ করার ভাষণের পরিপ্রেক্ষিতে।
বুধবার, ৫ ফেব্রুয়ারি, দিল্লি বিধানসভার ভোট। এদিন লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদসূচক আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নাম না করে কেজরিওয়ালকে আক্রমণের লক্ষ্য করেছেন।
এদিনই নির্বাচন কমিশনে গিয়ে বিজেপি’র বিরুদ্ধে মারাত্মক অভিযোগ জানিয়েন কেজরিওয়াল, মুখ্যমন্ত্রী অতিশী এবং ‘আপ’ নেতারা।
কেজরিওয়াল সংবাদমাধ্যমে বলেছেন, ভোটের আগে দিল্লি পুলিশকে ব্যবহার করে হুমকি এবং ভয় দেখানো হচ্ছে। বিজেপি ব্যবহার করছে দিল্লি পুলিশকে। ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে লোক বের হতে না চান ভোটের দিন।
কেজরিওয়ালের অভিযোগ, বিভিন্ন মহল্লায় আঙুলে কালি লাগিয়ে দেওয়া হচ্ছে জোর করে। আগের রাতেই এই কারসাজি চলছে। ভোটের দিন বড় কারচুপির আশঙ্কা জানিয়েছেন কেজরিওয়াল।

Comments :0

Login to leave a comment