Md Salim and MK Stalin

আসন পুনর্বিন্যাস: স্ট্যালিনকে চিঠি সেলিমের

জাতীয়

আসন পুনর্বিন্যাস নিয়ে প্রধানমন্ত্রীকে দেওয়া হবে স্মারকলিপি। চেন্নাইয়ে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের আহ্বানে এই সিদ্ধান্তই নিয়েছেন বিভিন্ন রাজ্যের বিজেপি বিরোধী দলগুলির নেতৃবৃন্দ।
জনগণনা অনুযায়ী আসন পুনর্বিন্যাস হয়। কিন্তু যে রাজ্যগুলি জনসংখ্যা নিয়ন্ত্রণে ইতিবাচক সাফল্য দেখিয়েছে, কমতে পারে তাদের লোকসভা আসন। পুরস্কারের বদলে জুটবে তিরস্কার। লোকসভায় কমবে রাজনৈতিক প্রতিনিধিত্ব। এমন বিপর্যয় এড়াতেই ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে শনিবারের বৈঠক। যৌথ কার্যকরী কমিটিও গড়া হয়েছে বৈঠক থেকে। 
বৈঠকে যোগ দেন তিন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁদের মধ্যে ছিলেন কেরালার মুখ্যমন্ত্রী এবং সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য পিনারাই বিজয়ন। তবে আমন্ত্রণ পেয়েও যেতে পারেননি সিপিআই(এম) পলিট ব্যুরোর আরেক সদস্য মহম্মদ সেলিম। 
স্ট্যালিনকে পাঠানো চিঠিতে সেলিম জানিয়েছেন যে ২২-২৩ মার্চ দিল্লিতে সিপিআি(এম) কেন্দ্রীয় কমিটির সভা থাকায় যেতে পারছেন না তিনি। তবে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সমন্বিত উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি। 
সেলিম তাঁর চিঠিতে তামিলনাডুর মুখ্যমন্ত্রীকে বলেছেন যে পার্টিতে বিস্তারিত আলোচনার ভিত্তিতে বক্তব্য জানানো হবে। সেলিম বলেছেন, জয়েন্ট অ্যাকশন কমিটি গড়া এবং তাতে সিপিআই(এম)’র প্রতিনিধিত্ব নিশ্চয় গুরুত্বপূর্ণ। 
সিপিআই(এম) এর আগে আসন পুনর্বিন্যাস প্রসঙ্গে বলেছে যে দেশের সংসদে কোনও রাজ্যের প্রতিনিধিত্ব যাতে কমে না যায় তা নিশ্চিত করতে হবে কেন্দ্রকে। আসন পুনর্বিন্যাস সংক্রান্ত প্রক্রিয়াটি চালানো উচিত গণতান্ত্রিক পদ্ধতিতে, সব অংশকে যুক্ত করে।

Comments :0

Login to leave a comment