The demand for justice must reach every village

বিচারের দাবি পৌঁছাতে হবে গ্রামে গ্রামে, রায়গঞ্জে আহ্বান অভয়া মঞ্চের

রাজ্য

উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে অভয়া মঞ্চের নেতৃত্ব

বিশ্বনাথ সিংহ: রায়গঞ্জ


অভয়া মঞ্চের উত্তর দিনাজপুর জেলার পক্ষ থেকে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে জানালেন অভয়া মঞ্চের নেতৃত্ব। উপস্থিত ছিলেন রায়গঞ্জ মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক চিকিৎসক বিদ্যুৎ ব্যানার্জি, অভয়া মঞ্চের পশ্চিমবঙ্গের অন্যতম আহ্বায়ক ডা. পুণ্যব্রত গুণ ছাড়াও দেবব্রত সরকার, জেলার অন্যতম আহ্বায়ক ঝুমা মিত্র, শ্রাবণী দে। 
সাংবাদিক বৈঠকে তাঁরা বলেন,  আর জি কর ঘটনায় অভয়ার বাবা মায়ের আর্তনাদ কান্না পৌছে দিতেই হবে গ্রাম গঞ্জে। আর জি করের বিচার করো, প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্তদের কঠোর শাস্তির দাবী, গণমুখি স্বাস্থ্য ব্যবস্থা, নারী সুরক্ষা - স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্যে আরও অনেক বড় আন্দোলন সংগঠিত করার ডাক দেন চিকিৎসক গুন ।
আগষ্ট মাসে আর জি কর ঘটনার শুরু থেকে যারা আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে অংশ নিয়েছন তাদের শতাধিক সমাজকর্মী চিকিৎসক নার্স, সাংষ্কৃতিক কর্মী, সাধারণ অংশগ্রহণকারীদের  নিয়ে বিকেলে রায়গঞ্জে বিশাল মিছিল হবে। উদ্যোগ নিয়েছে উত্তর দিনাজপুর জেলা অভয়া মঞ্চ।
 

Comments :0

Login to leave a comment