পুলিশ অনুমতি দিতে নারাজ। প্রতিবাদীরা ধরনা চালিয়ে যাওয়ার আবেদন নিয়ে ফের গিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার শুনানির পর রায় হয়নি। এই অবস্থায় ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ের কাছে বিচারের দাবিতে
অবস্থান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল চিকিৎসকদের যৌথ মঞ্চ ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস’।
এদিন হাইকোর্টে শুনানির পর চিকিৎসক আন্দোলনের নেতা সুবর্ণ গোস্বামী জানিয়েছেন যে আইনজীবীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে অবস্থান জারি রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।
ডা: গোস্বামী বলেছেন, ‘‘চিকিৎসকদের মঞ্চ ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টরস’-র সিদ্ধান্ত হলো ধরনা মঞ্চে অবস্থান জারি থাকবে। ‘অভয়া মঞ্চের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হচ্ছে।’’
এদিনই চিকিৎসকদের মঞ্চ এবং প্রতিবাদী নাগরিকদের ‘অভয়া মঞ্চ’ একসঙ্গে তিন দপ্তরে ডেপুটেশন দিয়েছে। নিজাম প্যালেস, সিজিও কমপ্লেক্স এবং নবান্নে।
জানা গিয়েছে, চিকিৎসকরা অন্তত ১ জানুয়ারি পর্যন্ত ধরনা অবস্থান চালাতে চাইছেন। বিচারের দাবিতে আন্দোলনেত বার্তা দিতে চাইছেন রাজ্যবাসীকে।
সুবর্ণ গোস্বামী বলেছেন, ‘‘হাইকোর্ট আমাদের অনুমতি দিলে অবস্থান চলবে। সিঙ্গল বেঞ্চের রায় বিপক্ষে গেলে আমরা ডিভিশন বেঞ্চে যাব।’’
রাজ্য প্রশাসন শান্তিপূর্ণ অবস্থানে বাধা দিতে তৎপর থেকেছে বারবারই। এবারের কর্মসূচিতেও বাধা দিয়েছিল পুলিশ। হাইকোর্টের অনুমতিতেই চলছে কর্মসূচি। বৃহস্পতিবারই হাইকোর্টের অনুমতির মেয়াদ ফুরিয়েছে। অবস্থানে অনুমতির মেয়াদ বাড়ানোর আবেদন নিয়ে তাই হাইকোর্টে গিয়েছিলেন চিকিৎসকরা।
Doctor's Protest
ধর্মতলায় অবস্থানেই চিকিৎসক, প্রতিবাদীরা
×
Comments :0