Doctors training in Shahbag movement in Dhaka

ঢাকার শাহবাগে আন্দোলনে প্রশিক্ষণরত চিকিৎসকরা

আন্তর্জাতিক

ঢাকার শাহবাগে চিকিৎসকদের আন্দোলন। প্রশিক্ষণরত চিকিৎসকদের মাসিক ভাতা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও চিকিৎসকদের মধ্যে মতবিরোধের জেরে অবস্থান শুরু করেছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম জানাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই মাস থেকে মাসিক ভাতা ৩৫ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে। কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। দাবি, জানুয়ারি মাস থেকেই তাঁদের ৩৫ হাজার টাকা ভাতা দিতে হবে।  
আন্দোলনরত একজন চিকিৎসক বলেন, "চিকিৎসকদের জানুয়ারি মাস থেকে ৩০ হাজার টাকা এবং জুলাই মাস থেকে ৩৫ হাজার টাকা ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আমরা এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।"  রবিবার সকাল ৯টার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণরত চিকিৎসকরা। সেখানে আড়াই ঘণ্টা অবস্থানের পর বেলা সাড়ে ১১টায় তারা শাহবাগে সড়ক অবরোধ করেন। এখনও তাঁরা অবস্থানে আছেন। 
রবিবার দুপুরে অন্তর্বর্তী সরকারোর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের সাথে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে আন্দোলনকারী চিকিৎসকদের বলা হয় অবস্থান তুলে নিতে। কারণ তাঁদের দাবি মেনে নেওয়া হয়েছে। কিন্তু চিকিৎসকরা জানান আমাদের দাবির আংশিক মানা হয়েছে। এখন আমরা বাকি সব মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের সাথে কথা বলে আমাদের সিদ্ধান্ত জানাবো।

 

Comments :0

Login to leave a comment