saline death

অসত্য তথ্য সরকারের, জাল স্যালাইনে বললেন ডাঃ উৎপল ব্যানার্জি

রাজ্য কলকাতা

যে স্যালাইন পরীক্ষা করা হয়েছে আর যা নিয়ে অভিযোগ আমরা তুলেছি, তার ব্যাচ এক নয়। ফলে স্যালইন থেকে প্রুসূতি মৃত্যু বা অসুস্থতা হয়নি বলা অসম্ভব। সরকার মিথ্যা তথ্য দিচ্ছে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর দাবির বিরোধিতায় একথা বললেন চিকিৎসক আন্দোলনের নেতা ডাঃ উৎপল ব্যানার্জি। আজ বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন যে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সঠিক মানের স্যালাইন দেওয়া হয়েছিল।
অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরসের রাজ্য সম্পাদক ডাঃ ব্যানার্জি বলেছেন, "যে স্যালাইনের স্যাম্পেল দিয়ে পরীক্ষা করে হয়েছে এবং যে স্যালাইনের জন্য রোগীদের অসুস্থতা হয়েছে তার ব্যাচ এক নয়। সরকার মিথ্যে তথ্য দিচ্ছে।" তিনি অভিযোগ করেন রাজ্য ও কেন্দ্রের ড্রাগ টেস্টিং ল্যাবটরির পরিকাঠামো নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। সেখানে যথেষ্ট সংখ্যক কর্মী নেই। 
তিনি আরও বলেন, "যে রোগিনী মারা গেছে মামনি রুইদাস তাঁর পোস্টমোর্টেমের রিপোর্টে কোনো চিকিৎসার গাফিলতি বা অপারেশনের গাফিলতির কথা উল্লেখ নেই।  রিঙ্গার্স ল্যাকটেট ওই ব্যাচের স্যালাইন ব্যবহারের ফলে একজনের শরীরে সংক্রমণ ছড়ায়নি। গোটা রাজ্যে একাধিক প্রসূতির এই স্যালাইন ব্যবহার করে অসুস্থ হয়ে পড়েছে। যদি সঠিক মানের স্যালাইন দেওয়া হয়ে থাকে তাহলে সবার এক ধরণের শারীরিক সমস্যা কেন হবে? আমরা এই ঘটনার বিস্তারিত তদন্ত চাইছি। আমরা ইতিমধ্যেই দাবি করেছি কর্মরত বিচারপতি দিয়ে এই পুরো ঘটনার তদন্ত করা উচিত।"
গত ৮ জানুয়ারি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যু সহ বেশ কিছু প্রসূতির অসুস্থতার ঘটনা ঘটে। সেই ঘটনায় উত্তাল হয়ে রাজ্য। ছাত্র যুব মহিলাদের নেতৃত্বে আন্দোলন সংগঠিত হয় গোটা রাজ্য জুড়ে। ৩ অসুস্থ প্রসূতিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করে হয়। সেই সময় তাঁদের পরিবারের পাশে থাকেন এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা। 

Comments :0

Login to leave a comment