প্রতীম দে
ধর্মতলা চত্বরে গণবিস্ফোরণ। হাইকোর্টের নির্দেশের পর আরও বেড়েছে জনতার ভিড়। ‘দ্রোহের কার্নিভাল’ মঙ্গলবার সন্ধ্যায় এমনই চেহারা নিয়েছে।
উত্তর পাড়া, বর্ধমান, নদীয়া থেকে মানুষ এসেছে। চাকরির দাবিতে পথে নেমে পুলিশের কামড় খাওয়া মধুরিমা পাল। মধুরিমা বলেন, এই আওয়াজ আমাদের সবার।
আকাশে ছাড়া হচ্ছে কালো বেলুন। ক্ষোভ জানানো হচ্ছে সরকারি ভূমিকায়।
মধুরিমা বলেছেন, প্রতিবাদ করতে গেলেই কেস দেবে। আমার বিরুদ্ধে দশটি কেস। সেই পুলিশের পদোন্নতি হচ্ছে। দুর্বৃত্তের দাপট চলছে। এই যে থ্রেট কালচার বলা হচ্ছে। আমরা প্রত্যেকে এই হুমকির শাসনে আমরা প্রত্যেকে জর্জরিত। একজন ‘অভয়া’-কে ধর্ষণ করেছে, খুন করেছে। লক্ষ ‘অভয়া’ জন্ম নেবে। দুর্নীতি করে চাকরি বিক্রি করেছে এই সরকার। এরা কোন মূল্যবোধের জন্ম দেবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি কেবল নয়, প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র।
Comments :0