Dunlop

ডানলপে আইনজীবীর বাড়িতে আগুন, দগ্ধ অভিযুক্ত

জেলা

অগ্নিদগ্ধ আইনজীবীর বাড়ি। ছবি: অভিজিৎ বসু

আইনজীবীর বাড়িতে আগুন। আর সেই আগুনেই দগ্ধ হলেন অভিযুক্ত। মামলা ধামাচাপা দিতে এই কাণ্ড বলে অনুমান। 
ঘটনায় আতঙ্কিত ডানলপের বাসিন্দারা
গত ৫ ডিসেম্বর ডানলপ  মোড়ের কাছে শিক্ষিকা যশবীর কৌর আত্মহত্যা করেন। সেই ঘটনায় অভিযোগ ওঠে বেসরকারি স্কুলের বিরুদ্ধে। দক্ষিণেশ্বর থানায় মামলা দায়ের হয়। আইনজীবী বিক্রম সিং এই মামলা লড়ছেন। খাজান সিং সহ আরো ৫ জনকে অভিযুক্ত করা হয়। তার প্রতিশোধ নিতেই এবার  আইনজীবী বিক্রম সিংয়ের বাড়িতে আগুন বলে মনে করা হচ্ছে। আগুন দিতে এসে অভিযুক্ত খাজান সিং নিজে দগ্ধ।‌ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে।

Comments :0

Login to leave a comment