ELECTION MAHARASHTRA JHARKHAND

মহারাষ্ট্রে এক দফায় হলেও ঝাড়খণ্ডে ভোট দু’দফায়

জাতীয়

বিধানসভার ভোট ঘোষণার পরই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে দলের নেতৃত্বকে সতর্ক করল কংগ্রেস। সূত্রের খবর, হরিয়ানার মতো ‘আত্মসন্তুষ্টির’ বিন্দুমাত্র অবকাশ না রাখতে বার্তা দিয়েছে দলের জাতীয় নেতৃত্ব। 
মহারাষ্ট্রে এক দফায় ভোট নেওয়া হলেও ঝাড়খণ্ডে ভোট নেওয়া হবে দু’দফায়। মহারাষ্ট্রে ভোট হবে ২০ নভেম্বর। ঝাড়খণ্ডে ভোট হবে ১৩ এবং ২০ নভেম্বর। দু’রাজ্যেরই ফল গণনা হবে ২৩ নভেম্বর।
মঙ্গলবার দুই রাজ্যের বিধানসভার সঙ্গে ১৫ রাজ্যের বিভিন্ন আসনে উপনির্বাচনের সূচিও ঘোষণা করেছে। তার মধ্যে রয়েছে ৪৮টি বিধানসভা আসন এবং ২টি লোকসভা আসন। 
পশ্চিমবঙ্গে রয়েছে ৬টি বিধানসভা আসন। দেশের সব উপনির্বাচনেই ভোট নেওয়া হবে ১৩ নভেম্বর। তবে নান্দেদ লোকসভা আসন এবং কেদারনাথ বিধানসভা আসনে ভোট নেওয়া হবে ২০ নভেম্বর।
মহারাষ্ট্রে সরকারে আসীন বিজেপি জোট। এনসিপি এবং শিবসেনার অংশ ভাঙিয়ে এ রাজ্যের সরকারে ফিরেছে বিজেপি। ঝাড়খণ্ডে সরকারে আসীন জেএমএম-কংগ্রেস জোট। দু’রাজ্যেই লোকসভা ভোটে ধাক্কা খেয়েছে বিজেপি।
 

Comments :0

Login to leave a comment