HARYANA ELECTION

বিজেপি’র দাবি মেনে হরিয়ানায় ভোট পিছালো কমিশন

জাতীয়

বিষ্ণোই সম্প্রদায়ের অনুষ্ঠানের উল্লেখ করে হরিয়ানায় ভোটের দিন পিছালো নির্বাচন কমিশন। ১ অক্টোবরের বদলে রাজ্যে ভোট হবে ৫ অক্টোবর। তবে জম্মু ও কাশ্মীরের তৃতীয় দফার ভোট ১ অক্টোবরই হবে। 
ভোট পিছানোয় জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা, দু’রাজ্যেরই ফল ঘোষণার দিন ৪ অক্টোবর থেকে পিছিয়ে ৮ অক্টোবর করেছে কমিশন। 
নির্বাচন কমিশনের কাছে এর আগে ভোট পিছানোর দাবি জানিয়েছিল বিজেপি। তার প্রতিবাদও করে কংগ্রেস এবং ‘আপ’। কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুদা বলেন, বিজেপি’র হার নিশ্চিত। নানাভাবে চেষ্টা করেও কোনও লাভ হবে না। হরিয়ানার জনতা আর একদিনও রাজ্যের সরকারে চাইছে না বিজেপি-কে। 
কমিশন যদিও বলেছে যে রাজস্থানের বিকানেরে অল ইন্ডিয়া বিষ্ণোই মহাসভার তরফে ভোটের দিন পরিবর্তনের আবেদন জমা পড়েছিল। ২ অক্টোবর এই সম্প্রদায়ের অনুষ্ঠানে বহু মানুষ যোগ দেবেন। তাঁরা আগের দিনই বেরিয়ে পড়বেন বলে ভোট দেওয়ার সুযোগ হারাতে পারেন। এর আগে পাঞ্জাব এবং মণিপুরে ধর্মীয় উৎসবে ভোট পিছানোর সিদ্ধান্তের উল্লেখ করেছে কমিশন।

Comments :0

Login to leave a comment