রণদীপ মিত্র- লাভপুর
মোদীর থেকে তিনি বড় ‘হিন্দু’, প্রমাণে মরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে লাভপুরের সভায় মমতার দাবি, ভারতে একমাত্র তৃণমূলই সততার সঙ্গে কাজ করে!
এদিন লাভপুরে বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে নির্বাচনী সভা করেছেন মমতা ব্যানার্জি। সোমবার তিনি বীরভূমেরই সাঁইথিয়ায় আবার সভা করবেন। মমতা বলেছেন, ‘‘আমি নাকি দুর্গাপুজো করতে দিই না। কিন্তু বাংলার মায়েরা দুর্গাপুজো করেন। আমার তো কোনও যোগদানই নেই। ৭৫ হাজার টাকা করে শুধু ক্লাবগুলোকেই দিই। ৪৮ হাজার রেজিস্ট্রার্ড পুজো আছে। ২-৩ লক্ষ দুর্গাপুজা হয় বাংলায়। লক্ষ্ণীপুজো হয়। সরস্বতী পুজো নাকি আমিই করতেই দিই না। মা বোনেরাই বলবে তাঁরা সরস্বতী পুজো করেন কি না।’’
মমতা বলেছেন, ‘‘মোদীবাবুকে জানাতে চাই, আপনি আমাকে ধর্ম শেখাচ্ছেন। স্বামী বিবেকানন্দ, রামলকৃষ্ণের হিন্দু ধর্ম মেনে চলি। ধর্ম নিয়ে আমার সাথে চর্চা করতে যাবেন না। এমন গুঁতো দেব, জীবনে আর এই বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করবেন না।’’
দিন তিনেক আগেই এই বীরভূমে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছিল সেই বিভাজনের অঙ্ক। আহমেদপুরে নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘‘আজ ফের কংগ্রেস-লেফটের ‘ইন্ডিয়া’ জোট দেশের সর্বনাশ করতে উদ্যত হয়েছে। কংগ্রেসের ‘শাহজাদা’ রামভক্ত ও শিবভক্তের মধ্যে ভাগাভাগি করতে চাইছে।’’
এদিন মমতা ব্যানার্জির আরও এক বক্তব্য হাসির খোরাক হয়েছে মানুষের কাছে। তিনি বলেছেন, ‘‘তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের একমাত্র রাজনৈতিক দল যারা সততার সাথে কাজ করে।’’
পাচারের তদন্তে জেলবন্দি অনুব্রত মণ্ডলের প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘বীরভূমের ভোট মিটে যাবে, আর কেষ্ট ছাড়া পেয়ে যাবে। কেষ্টকে ধরে রেখেছে শুধুমাত্র নির্বাচনের জন্য। ওকে বলেছে তুমি বিজেপি-কে মদত দিলেই তোমাকে ছেড়ে দেওয়া হবে’।
গরু, কয়লা পাচার সহ আর্থিক তছরুপ, একাধিক দুর্নীতিতে বর্তমানে তিহার জেলে বন্দি অনুব্রত মন্ডল। এদিন নির্বাচনী প্রচারে বীরভূমে গিয়ে সেই অনুব্রত মণ্ডলের ঢালাও প্রশংসা করেন মমতা।
বীরভূমে জনসভার পর মুখ্যমন্ত্রী বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে রোড–শো করেন। মুখ্যমন্ত্রী বর্ধমান শহরে হেঁটে ভোট প্রচার করবেন তার জন্য সকাল ৮টা থেকে বর্ধমান শহরের মূল রাস্তা জিটি রোডে পুলিশ, প্রশাসন যানবাহন চলাচল বন্ধ করে দেয়। শহরের লাইফ লাইন এই রাস্তা বন্ধ হবার ফলে দিনভর মানুষের হয়রানি ও যন্ত্রণার সীমা ছিল না। বাইরে থেকে লোক এনে এদিন জমায়েত করেছে তৃণমূল।
mamata banerjee in birbhum
Comments :0