বৃহস্পতিবার যুবভারতীতে ২-১ গোলে হার ইস্টবেঙ্গলের। ওড়িশার গোলদাতা জেরি ( ৫৫ মিনিট ) ও হুগো বুমোস ( ৮১ মিনিট ) । ইস্টবেঙ্গলের গোলদাতা চুংনুংগা ( ৫৩ মিনিট ) ।
ঘটনাবহুল ম্যাচ হল বৃহস্পতিবার যুবভারতীতে। । লাল কার্ড , বল পোস্টে লাগা। বাদ গেলনা কোনো কিছুই। খেলা শুরুর ঠিক ২০ মিনিট আগেই কয়েকটি বাতিস্তম্ভের আলো নিভে গিয়েছিল যুবভারতীতে । পরে তা ঠিক হওয়ার পর শুরু হয় খেলা । অন্যান্য দিনের তুলনায় দর্শক আসন কিছুটা কম থাকলেও উন্মাদনায় বিন্দুমাত্র খামতি ছিলনা তাদের। খেলার মাঝেই প্রতিবাদী ব্যানার দেখা যায় গ্যালারিতে। ম্যাচের ৪মিনিটের মাথায় হুগোর ট্যাকেলে তালাল চোট পেয়ে বসে যাওয়ার পর তার জায়গায় নামেন নন্দ কুমার। ইস্টবেঙ্গলের চোটের তালিকায় এবার অন্তর্ভুক্ত হল মাদি তালালের নামও। বল পজিশন বেশি রাখছিল লোবেরার ছেলেরাই। নন্দা নামার পর অবশ্য ইস্টবেঙ্গলের ডান দিকটি বেশ কিছুটা সচল হচ্ছিল। তালাল বসে যাওয়ার পর তার জায়গায় খেলছিলেন মহেশ । অনভিজ্ঞ জায়গা হওয়ায় সেই স্বচ্ছন্দভাবে খেলতে পারছিলেন না মহেশ । হুগো - জাহুরা কাজে লাগাচ্ছিলেন সেই সুযোগগুলি। এরই মাঝে দুই মিনিটের ব্যবধানে ৩৫ মিনিটে জেরির হেড ও ৩৬ মিনিটে আইজ্যাকের শট পোস্টে লেগে ফিরে আসে ওড়িশার । এতেই বোঝা যায় যে দক্ষতার বিচারে কতটা এগিয়েছিল লোবেরার দল। ম্যাচের ৪২ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন জিকসন। এটিই ছিল কার্যত ম্যাচের টার্নিং পয়েন্ট । ১০ জন হয়ে যায় লাল হলুদ। প্রথমার্ধে খেলার ফল ছিল ০-০ ।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে কর্নার থেকে রক্ষণের ভুলে গোল করে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। গোল করেন চুংনুংগা । পুরো গ্যালারি যেন প্রাণ ফিরে পায়। তবে সেই গোল আনোয়াররা ধরে রাখতে পারেনি ২ মিনিটও। ৫৫ মিনিটে গোল শোধ দেন ওড়িশার জেরি। ফার্স্ট বার দিয়েই গিলের হাতের নাগাল এড়িয়ে বল গোলে ঢুকে যায় । সমতা ফেরায় লোবেরার দল। সমতা ফেরানোর পর ১০ জন ইস্টবেঙ্গলিয়ানদের উপর যেন আক্রমণের রোলার চালাতে থাকে হুগোরা । পরবর্তীতে সেভিওর গামাকে নামিয়ে সম্পূর্ণভাবেই আক্রমনাত্মক হয়ে যায় ওড়িশা । এরই ফলস্বরুপ ম্যাচের ৮১ মিনিটে মরিসিওর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন হুগো বুমোস। ম্যাচের বাকি সময়টা নিজেদের দখলে বল রেখেই খেলে ৩ পয়েন্ট সংগ্রহ করে ওড়িশা এফসি। এই জয়ের ফলে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এলো ওড়িশা এবং ১০ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে রইলো ইস্টবেঙ্গল।
Comments :0