প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে আরো একটি গোল করে ইস্টবেঙ্গল । ম্যাচের ১২ মিনিটে শ্যামল বেশর গোল করলেও লাইনসম্যান তা অফসাইডের জন্য বাতিল করে দেন। ম্যাচের ৩১ মিনিটে ফ্রি কিক থেকে গোল করেন ইস্টবেঙ্গলের আনন্থু। প্রথমার্ধের শেষ দিকে ৪৫ মিনিট নাগাদ বক্সে ফাউল করায় পেনাল্টি পায় ডায়মন্ড হারবার। পেনাল্টি বাইরে মারেন ডায়মন্ডের সাকা। দ্বিতীয়ার্ধের ১৯মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন আনন্থু। ২-০ গোলে এগিয়ে যায় লাল হলুদ । ২ গোল খাওয়ার পরেও হাল ছাড়ছিল না ডায়মন্ড হারবারের ফুটবলাররা। ম্যাচ শেষের দিকে ডায়মন্ড হারবারের একজন ফুটবলার লাল কার্ড দেখেন । দুর্দান্ত ম্যাচ জিতে সায়ন, আমানরা শীর্ষে রয়ে গেলেন ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে।
Comments :0