আগামী ২২ তারিখ শনিবার পাঞ্জাবের বিরুদ্ধে আওয়ে ম্যাচে নামবে ইস্টবেঙ্গল। শুক্রবার দিল্লী উড়ে যাওয়ার আগে বৃহস্পতিবার প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন লাল হলুদ কোচ অস্কার এবং সাউল ক্রেসপো। সাউল জানালেন ' ২ মাস আমি বাইরে ছিলাম চোটের জন্য। এখন আমি পুরো ফিট ভালভাবে মরশুমটা শেষ করতে চাই '। আইএসএলের ব্যর্থতার মাঝেও ভূটানে এএফসি চ্যালেঞ্জার্স লিগে নক আউটে গেছে ইস্টবেঙ্গল। সেই বিষয়ে তিনি জানান ' আমরা বেশ ভালো খেলেছিলাম। পরের রাউন্ডে খেলার জন্য আমরা তৈরি '।
সমর্থকদের পাশে থেকে অস্কার জানান ' সমর্থকদের ব্যাপারটা আমি বুঝি। স্বভাবতই তারা খুশি নয়। তারা ভালো ফলাফল চায়। আমাদের দল খুব খারাপ খেলছেনা। জানুয়ারি মাসে আমরা বেশ কয়েকটি দলের কাছে হেরেছি '। ইস্টবেঙ্গলের ধারাবাহিকতার অভাব সম্পর্কে প্রশ্ন করা হলে তার সটান উত্তর ' ডার্বিতে জিতে আমরা বেশ খুশি। ভালো দিন আমরা ভালো থাকি এবং খারাপ দিন আমাদের অনেক কিছু শেখায়। আমার মনে হয় শেষ দুই মাসে আমরা যথেষ্ট ধারাবাহিক ছিলাম। সবাই আমরা ভালো খেলেছিলাম। কিন্তু জয় আসেনি '। মার্চে এফসিতে নামার আগে বাকি চারটি ম্যাচকে প্রস্তুতি হিসেবেই দেখছেন অস্কার।
Comments :0