আইএসএলে রবিবাসরীয় কলকাতা ডার্বিতে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং। যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা ৭: ৩০টায়।ঘটনাক্রমে ভারতের এই দুই শতাব্দীপ্রাচীন ক্লাব রয়েছে টেবিলের শেষের দিকে। ইস্টবেঙ্গল একাদশ এবং মহামেডান রয়েছে ত্রয়োদশ স্থানে।এই দুই দলেরই শেষ ছয়ে ওঠার আর কোনো সম্ভাবনা নেই। আইএসএলে এর আগেই অবনমন না থাকায় আইলীগে নেমে যাওয়ারও কোনো ব্যাপার নেই। তাই এই ডার্বি নিয়ে নেই কোনো উৎসাহ। তবে এই ব্যাপারটা ছাড়াও দুই ক্লাবের অভ্যন্তরীন বেশ কিছু সমস্যার কারণেও নিরুৎসাহে পরিণত হয়েছে এই ডার্বি। একদিকে মহামেডানে যেমন ক্লাব কর্মকর্তাদের সঙ্গে দুই বিনিয়োগকারী সংস্থারা অন্তর্ঘাত স্পষ্ট লোকচক্ষে চলে এসেছে। খেলোয়াড়রা মাঝেমধ্যেই বেতন না পাওয়ার কারণে অনুশীলন বন্ধ করে দিচ্ছেন। তেমনই অন্য দিকেও ইস্টবেঙ্গলের অনুশীলনের দিন যুবভারতীর বাইরে সমর্থকরা প্রতিবাদ জানিয়েছেন । এতদিন ধরে ধারাবহিক খারাপ ফলাফলের কারণের ব্যাখ্যা চেয়েছেন সমর্থকরা। প্রেস কনফারেন্সে লাল হলুদ কোচ অস্কারও মুখ খুলেছেন এই বিষয়ে। তবে তিনি সমর্থকদের এই প্রতিবাদকে সমর্থন জানিয়ে এটা একটা আলাদা মোটিভেশন হিসেবে নিয়েছেন। দুই দলেই সেই অর্থে চোট আঘাত সমস্যা নেই। শেষ ছয়ের আশা ইস্টবেঙ্গলের শেষ হয়ে গেছে গত ম্যাচে চেন্নাইনের কাছে হেরে। তাই রবিবারের এই ম্যাচ দুই দলের কাছেই হৃত সম্মান পুনরুদ্ধারের ম্যাচ। লাল হলুদের বেশ কিছু সমর্থকরা এই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
Comments :0