Indian Super League

ডার্বি জয় লাল হলুদের

খেলা

ছবি প্রতিকী

 

অবশেষে একটি ডার্বি জিতল ইস্টবেঙ্গল। মহামেডানের বিরুদ্ধে ৩-১ গোল জয় ইস্টবেঙ্গলের। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান সাউল। তৃতীয় গোলটি আসে পরিবর্ত হিসেবে নামা ডেভিডের পা থেকে ।প্রাক্তন দলের বিরুদ্ধে গোল করে কোনো সেলিব্রেশন করেননি তিনি। রবিবার আইএসএলের ম্যাচে অভিষেক ঘটল দুই বঙ্গসন্তানের। ইস্টবেঙ্গলের হয়ে গোলরক্ষক দেবজিতের এবং মহামেডানের হয়ে সন্তোষ ট্রফির সর্বোচ্চ গোলদাতা রবি হাঁসদার । ৬৮ মিনিটে মহামেডানের একমাত্র গোলটি এল তারই পাস থেকে। ফ্রাঙ্কার উদ্দেশ্যে দারুণ একটি থ্রু দিয়েছিলেন রবি। সেই বল থেকেই ফিনিশ করেন ফ্রাঙ্কা। ডার্বি জিতে শেষ ছয়ে পৌঁছানোর আশা না থাকলেও হৃত সম্মান কিছুটা পুনরুদ্ধার করতে পারল ইস্টবেঙ্গল।

Comments :0

Login to leave a comment