Bypolls Date Revises

বদলে গেল উপনির্বাচনের দিনক্ষণ

জাতীয়

১৩ নভেম্বরের পরিবর্তে তিনটি রাজ্যের ১৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে ২০ নভেম্বর। উত্তর প্রদেশ, পাঞ্জাব এবং কেরালায় উপনির্বাচনের দিন বদল করলো নির্বাচন কমিশন। উত্তর প্রদেশের ৯টি, পাঞ্জাবের ৪টি এবং কেরালার একটি আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল ১৩ নভেম্বর। কংগ্রেস, বিজেপি, বিএসপি, আরএলডি কমিশনের কাছে এই ১৪ আসনে উপনির্বাচনের দিন বদলানোর আবেদন জানায়। সেই আবেদনের ভিত্তিতে সোমবার ওই ১৪ আসনের ভোটগ্রহণের দিন পরিবর্তনের বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন।জানানো হয়েছে ১৩ নভেম্বর ভোটগ্রহণে আপত্তি জানিয়েছে একাধিক রাজনৈতিক দল। ওই দিন এই সমস্ত জায়গায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান রয়েছে। ফলে অনেকেরই অসুবিধা হতে পারে। ভোটের হারও কমতে পারে। সবদিক বিবেচনা করে উত্তর প্রদেশ , কেরালা ও পাঞ্জারের ১৪ আসনে উপনির্বাচনের দিন পরিবর্তন করা হয়েছে। তবে কেরালার চেলাক্কারা আসনে ভোট হবে ১৩ নভেম্বরই। পূর্বের ঘোষণ অনুযায়ী ফল ঘোষণা হবে ২৩ নভেম্বর।
১৩ এবং ২০ নভেম্বর ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের পাশাপাশি উপনির্বাচন হবে দেশের ৪৮ বিধানসভা কেন্দ্র এবং দু’টি লোকসভা কেন্দ্রে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ছ’টি বিধানসভা কেন্দ্র রয়েছে। যে দুটি লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে সেগুলি হল - কেরালার ওয়াইনাড এবং মহারাষ্ট্রের নান্দেড়।

Comments :0

Login to leave a comment