জনবিরোধী বিদ্যুৎ নীতিসহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জন স্বার্থবিরোধী সমস্ত নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান হল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ওয়ার্কমেন্স ইউনিয়নের ২৪তম মালদহ জেলা সম্মেলন মঞ্চ থেকে।
শনিবার এই সম্মেলন অনুষ্ঠিত হয় সরকারি কর্মচারী ভবনে। মুনাফার জন্য বিদ্যুৎ পরিষেবাকে কর্পোরেটের মর্জিমাফিক চালানোর প্রতিবাদ হয়।
এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন ইউনিয়নের জেলা সহ-সভাপতি অসিত প্রামাণিক। এরপর শহীদ বেদীতে মাল্যদান করেন। এরপর সম্মেলন উদ্বোধন করে সিআইটিইউ-র মালদহ জেলা সভাপতি প্রণব দাস।
রাজ্যে ও দেশের সরকার যেভাবে বিদ্যুৎ সহ সমস্ত পরিষেবাগুলি ক্ষেত্রে কর্পোরেট স্বার্থবাহী নীতি রূপায়ণের মধ্য দিয়ে শ্রমজীবী মানুষ সহ সাধারণ মানুষের স্বার্থবিরোধী নীতি গ্রহণ করে চলেছে তা থেকে মুক্তি পেতে সর্বস্তরের শ্রমিক ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলে এই জনবিরোধী নীতিকে পরাস্ত করার আহ্বান জানান। এরপর প্রতিবেদন ও হিসাব পেশ করেন বিদায়ী সম্পাদক শেখর কুমার রায় ও মাধ্যমিকা রায়।
প্রতিবেদন ও হিসাবের উপর ১০ জন প্রতিনিধি আলোচনার অংশ নেন। সম্মেলনকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন ১২ই, জুলাই কমিটির জেলা যুগ্ম আহ্বায়ক সুবীর রায়, সিআইটিইউ-র রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য কৌশিক মিশ্র, ইংরেজবাজার মিউনিসিপ্যাল ওয়ার্কার্স ইউনিয়নের অশোক মজুমদার, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়নের জেলা সম্পাদক আলি আমির হামজা, পেনশনার্স ওয়েলফেয়ার সমন্বয়ে সমিতির জেলা সম্পাদক জগদীশ দাস।
State Electricity Workers
কর্পোরেট মুনাফার বিদ্যুৎ নীতি রোখার ঘোষণা সম্মেলনে
×
Comments :0