শীতের শুরুতেই হাতির হানা বেড়ে চলেছে ডুয়ার্সের চা বাগান বন সংলগ্ন গ্রামীণ এলাকায়। ডুয়ার্সের মাল ব্লকের মিনগ্লাস চা বাগানের ৯ নম্বর সেকসনে ঢুকে পড়ে একটি হাতি। আরেকটি হাতি নদীর পাড়ে দাঁড়িয়ে স্নান সেরে ফিরল জঙ্গলে।
এলাকাবাসীদের বক্তব্য, বনাঞ্চলে সমানে কমছে হাতি এবং বন্যপ্রাণীদের খাদ্য। কলাগাছের মতো হাতির পছন্দের ফলের গাছ লাগানো প্রায় উঠেই গেছে বনে। এই সময়ে ধান কাটা হচ্ছে গ্রামে। মাটিতে বোনা হচ্ছে নতুন সবজি। সেই খাদ্যের খোঁজেই তাই বন সংলগ্ন এলাকায় বাড়ছে হাতির আনাগোনা।
বৃহস্পতিবার সাতসকালে চা বাগানের ভেতর চলে আসে একটি হাতি। চা বাগানের মাঝে দাপিয়ে আবার ফিরে যায় বনে। হাতির চলাচল দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন।
এদিন সকালে শ্রমিকরা কাজে গেলে চা বাগানের মাঝে হাতিটিকে দাঁড়িয়ে থাকতে দেখেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাগানে। বাসিন্দাদের চিৎকার ও শোরগোলে হাতিটি এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন কর্মীরা। পরে সকাল ৯ টা নাগাদ হাতিটি আবার ভুট্টাবাড়ি বনাঞ্চলের ভিতরে চলে যায়।
এরপরই পাশের সাইলি চাবাগানের চেল লাইন শ্রমিক মহল্লা এলাকায় চলে আসে আর একটি দলছুট হাতি। হাতি দেখে ভিড় জমে যায় সেখানেও । কিন্তু, হাতিটি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পাশের চেল নদীর পাড়ে দাঁড়িয়ে স্নান করতে নামে।
Elephant Dooars
খাবার কমছে জঙ্গলে, চা-বাগানে ঢুকে পড়ল হাতি
×
Comments :0