Emiliano Martínez

গোল্ডেন গ্লাভস জয় উদ্‌যাপন নিয়ে অনুতপ্ত মার্তিনেজ

খেলা

Emiliano Martnez

গোল্ডেন গ্লাভস জয়ের পর তাঁর জয় উদ্‌যাপনের ধরন ও ভঙ্গিমা নিয়ে গোটা পৃথিবীতে বিতর্কের ঝড় ওঠে। তারপর বহুদিন কেটে গিয়েছে। এদিন সেই বিতর্ক ও জয় উদ্‌যাপন নিয়ে মুখ খুললেন বিশ্বজয়ী আর্জেন্টাইন দুর্গের শেষ প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ।

এক ফরাসী সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, 'কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। আমার গোটা কেরিয়ার জুড়ে আমি ফ্রান্সে খেলেছি এবং কখনও আমার কোনও ধরনের সমস্যা হয়নি। জিরুকে (ফরাসী স্ট্রাইকার অলিভার জিরু) জিজ্ঞেস করলে বুঝতে পারবেন আমি কী ধরনের মানুষ। ফরাসী সংস্কৃতি ও ফরাসীদের মানসিকতার সাথে আমি একাত্ম হয়ে গিয়েছি। বিশ্বকাপে যে জয় উদ্‌যাপন নিয়ে এত বিতর্ক সৃষ্টি হয়েছে, তা কিন্তু নিছকই একটা মজা ছিল সতীর্থদের সঙ্গে।'

হাসতে হাসতে তাঁর সংযোজন, 'কোপা আমেরিকাতেও আমি এই জিনিস করেছিলাম এবং যথারীতি সতীর্থদের কাছে ধমক খেয়েছিলাম। লিও'ও (লিওনেল মেসি) আমাকে এই বিষয়ে তখন সতর্ক করেছিল। 'আর যাকে নিয়ে মজা করে বিতর্ক সৃষ্টি করেছিলেন মার্টিনেজ, সেই এম্বাপে কিন্তু এই ধরনের বিষয়কে গুরুত্ব দিতে নারাজ। তিনি সাফ সাফ জানান, 'এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে আমি সময় নষ্ট করি না। আমার এই মুহূর্তে একমাত্র লক্ষ্য ক্লাবের হয়ে ধারাবাহিক ভাবে ভালো খেলা এবং অবশ্যই লিওনেল মেসিকে ভালো খেলার জন্যে উদ্বুদ্ধ করা যাতে জয়ের সরণিতে ফিরে আসা যায়।'

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপের ট্র্যাজিক হিরো এম্বাপেই জিওফ হার্স্টের পর দ্বিতীয় খেলোয়াড় যিনি বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছেন। তাছাড়া, টাইব্রেকারেও বল জালে জড়ান ফরাসী মহাতারকা। সেই এম্বাপের সম্বন্ধে বলতে গিয়ে মার্টিনেজ বলেন, 'আমি ওঁকে ভীষণ ভাবে সম্মান করি।' সাফাই দিতে গিয়ে তিনি আরও জানান, 'ওটা ২ মিনিটের একটা মজা বই তো কিছু নয়। যে এম্বাপে টাইব্রেকার ও হ্যাটট্রিক মিলিয়ে আমাকে টপকে ৪ গোল করল তাঁকে আমি অসম্মান করব!'

শেষে তাঁর সংযোজন, 'আমি ওঁকে বলেছি যে নিজের খেলা নিয়ে ওঁর গর্বিত হওয়া উচিৎ। এও বলেছি যে ও পৃথিবীর শ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন।'

Comments :0

Login to leave a comment