দুপুর ১২.৪০-এর বিমানে গোয়া থেকে রওনা হয় সবুজ মেরুন ব্রিগেড। এয়ারপোর্টে নামতেই সমর্থকদের উৎসাহ তুঙ্গে। সবুজ মেরুন পতাকা, আবীরের সঙ্গে বাঁধনহারা উল্লাস। সমর্থকদের আনন্দের মুহূর্ত ফ্রেমবন্দী করলেন তিরি, নাসিরি সহ অনেকেই। টিম বাসের সঙ্গে বৃষ্টি ইওএক্ষা করে সমর্থকদের মিছিল। বাইক এবং গাড়ি ঘিরে রেখেছে গোটা কনভয়কে। উল্লাস, বাঁধনহারা উল্লাস।
টিম বাস সরাসরি এসে পৌঁছল কলকাতার আরপিএসজি হাউসে। সেখানেই সাংবাদিকদের সঙ্গে হবে জয়ের সেলিব্রেশন। গোটা টিম এসে পৌঁছল। কোচ জুয়ানের গলায় আনন্দ। বললেন দলের সবাই সমানভাবে চেষ্টা করে গেছে। সাপোর্ট স্টাফ থেকে শুরু করে ফুটবলার, সবাই নিজের সেরাটা দিয়েছে। এবার আমাদের লখ্য সুপার কাপ। অধিনায়ক প্রীতম কোটাল এবং বিশাল কেইথ জানালেন দারুণ খুশি ট্রফি জিতে। এতদিনের একটা লড়াই, শেষমেশ লক্ষ্যপূরণ।
তবে ট্রফি জয়ের আনন্দের সঙ্গেই পরবর্তী টুর্নামেন্টগুলি নিয়েও ভাবনাচিন্তা শুরু করবেন বলে জানালেন সবাই। অন্যদিকে ট্রফি হাতে তুলে সেলিব্রেশনের মাঝেই বেজে উঠল "ডিজে চ্যাম্পিয়ন" হাততালি সঙ্গে এক আলাদাই অনুভূতি তখন গোটা চত্বরে।
Comments :0