Basirhat Farmer's Protest

বেআইনি খাল কেটে ফসল নষ্ট, বসিরহাটে অবরোধ কৃষকদের

জেলা

বসিরহাট থানার পিফা পঞ্চায়েতের হরিকাঠি ও দেভোগ মৌজায় তিন কিলোমিটার খাল কাটা হচ্ছে এভাবেই। প্রতিবাদ জেসিবি মেশিন ঘিরেও। ছবি: প্রবীর দাস

বেআইনিভাবে খাল কেটে হাজার হাজার বিঘা জমির ফসল নষ্ট করতে চাইছে স্থানীয় দুষ্কৃতীরা। অবিলম্বে এই খাল কাটা বন্ধ করতে হবে।
এই দাবিতে বসিরহাট থানার পিফা বাজার মোড়ে ন্যাজোট রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষকরা।  
তাঁরা বলেছেন, রাজ্য সরকারের সেচ দপ্তর হাসনাবাদ থানার মাখালগাছা মৌজায় জে এল নম্বর ৩০ এলাকায় ভুরকুন্ডা খাল সংস্কারের বরাত দিয়েছে। 
কিন্তু বরাত অনুযায়ী কাজ হচ্ছে না। বসিরহাট থানার পিফা পঞ্চায়েতের হরিকাঠি ও দেভোগ মৌজায় তিন কিলোমিটার খাল কাটা হচ্ছে। 
কৃষকরা বলেছেন, মাঠের পর মাঠে সরষে ভরা। ফসল কাটার সময় হয়েছে‌। এখন যদি ওই খাল দিয়ে নোনা জল ঢুকে যায় সর্বনাশ হয়ে যাবে হাজার হাজার কৃষকের। অবিলম্বে খাল কাটার কাজ বন্ধ করতে হবে। 
শনিবার সকালে কৃষকরা পিফা বাজার মোড়ে বসিরহাট ন্যাজাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখান।

Comments :0

Login to leave a comment