JUSTICE BATTLE

বিচারের লড়াই: সাক্ষাৎকারে ডা. উৎপল ব্যানার্জি, দেখুন ভিডিও

রাজ্য

নতুন পর্বে পড়েছে বিচারের দাবিতে আন্দোলন। আর জি করে চিকিৎসক ধর্ষণ-হত্যার বিচার চেয়ে রাজপথ ছাড়েনি জনতা, ছাড়ছেন না চিকিৎসকরাও। 
এই পর্বে আন্দোলনের দিশা কী, দাবি কেন করা হচ্ছে, ‘গণশক্তি’-কে সাক্ষাৎকারে বিশদে জানালেন চিকিৎসক আন্দোলনের নেতা এবং সরকারি চিকিৎসক সংগঠন এএইচএসডি’র সম্পাদক ডা. উৎপল ব্যানার্জি।
ক্লিক করে দেখুন সেই ভিডিও
যেমন তিনি জানিয়েছেন যে কেন দরকার অনলাইন রেফারেল ব্যবস্থা?
চিকিৎসক উৎপল ব্যানার্জির কথায়, ‘‘একজন রোগীর চিকিৎসা তখনই শুরু হওয়া সম্ভব যখন সে একটা বেড পাবে। কিন্তু আমরা দেখছি বেড না পেয়ে এক হাসপাতাল থেকে আর এক হাসপাতাল ঘুরতে হচ্ছে রোগীকে। যার ফলে অনেকের মৃত্যু হচ্ছে। জুনিয়ার ডাক্তাররা যেই অনলাইন রেফারেল ব্যবস্থা এবং বেড ভেকেন্সি দেখানোর কথা বলছে সেই দাবি যুক্তিসঙ্গত। এই ব্যবস্থা চালু হলে রোগী এবং তার পরিবারের সদস্যদের এই হেনস্তার শিকার হতে হয় না।’’
স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি প্রসঙ্গে চিকিৎসক ব্যানার্জি বলেন, ‘‘গোটা স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি ছড়িয়ে পড়েছে। জুনিয়ার চিকিৎসক, সিনিয়ার চিকিৎসক সবাই থ্রেট কালচারের শিকার। প্রতিবাদ করলে হয় প্রমোশান আটকে দেওয়া হয়েছে, নয় তো বদলি করা হয়েছে। জুনিয়ার চিকিৎসকদের বছর নষ্ট করা হয়েছে। যারা এই সব করেছে তারা আজ স্বাস্থ্য প্রশাসনের বিভিন্ন পদে বসে আছে। পরীক্ষায় গন টোকাটুকি হয়েছে। যারা টুকে পাশ করেছে তারা কি ভাবে এক ব্যাক্তির চিকিৎসা করবে।?’’

Comments :0

Login to leave a comment