CPI(M) BASIRHAT

লড়াই দুই শক্তির সঙ্গে, বসিরহাটে সিপিআই(এম) নেতৃবৃন্দ

জেলা

বসিরহাটে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সোমনাথ ভট্টাচার্য।

ফ্যাসিবাদী আরএসএস পরিচালিত বিজেপি’র পাশাপাশি তৃণমূলকেও এক ইঞ্চি জমি ছাড়বে না সিপিআই(এম)। বৃহস্পতিবার বসিরহাটে এ কথা বলেছেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য সোমনাথ ভট্টাচার্য। তিনি বলেন, মিডিয়ার বানানো দ্বৈরথের ফাঁদে পা না দিয়ে বেশি মানুষকে ঐক্যবদ্ধ করা আজকের কাজ।

বৃহস্পতিবার কমরেড প্রণব মুখার্জির চতুর্দশ প্রয়াণ দিবস পালিত হয় বসিরহাট টাউনহল সংলগ্ন কমরেড প্রমোদ দাশগুপ্ত স্মৃতিভবনে। সিপিআই(এম) বসিরহাট দক্ষিণ-২ এরিয়া কমিটির সম্পাদক বিশ্বজিৎ বসু অনুষ্ঠান পরিচালনা করেন। ‘বাংলা থেকে দিল্লি স্বৈরাচারের পদধ্বনি, আক্রান্ত সংবিধান, বিপন্ন গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ বিষয়ক আলোচনা করেন ভট্টাচার্য।

পঞ্চায়েত নির্বাচনে শাসকের চোখে চোখ রেখে বামফ্রন্ট সমর্থিত সিপিআই(এম)'র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁদের সম্বর্ধনা দেওয়া হয়। সম্মান জানানো হয় প্রবীণ পার্টি নেতা সুবিদ আলি গাজি, অবোধ দফাদার, কালিদাস বিশ্বাসকে। 

Comments :0

Login to leave a comment