Fire at Nonapukur

নোনাপুকুরের বহুতলে আগুন

কলকাতা

ফের অগ্নিকাণ্ডের ঘটনা মধ্য কলকাতার নোনাপুকুর এলাকায়। রবিবার দুপুরের পর   এজিসি বোস রোডের ১৮১ নম্বরে পুরোনো একাটি ৩ তলা বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে খবর। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ওই বাড়ির ভেতরে একাধিক মানুষ আটকে পড়েন। স্থানীয়ারাই আতঙ্কিত হয়ে খবর দেন দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। প্রথমে দমকলকর্মীরা মইয়ের সাহায্যে আটকে পড়া মানুষগুলিকে নামিয়ে আনার ব্যবস্থা করে। এখনও পর্যন্ত দুই শিশু সহ মোট পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আগুল লাগার ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ভেতরে কেউ আটকে আছে কিনা খতিয়ে দেখছে দমকল বাহিনী। দমকলকর্মীরা জানিয়েছেন, এলাকা অত্যন্ত ঘিঞ্জি গায়ে গায়ে সমস্ত বাড়ি কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। মই সেট করতেও সমস্যায় পড়তে হয়েছে তাদের। ওই বাড়ি থেকে যাতে আশেপাশে আগুন না ছড়িয়ে পড়ে, সেদিকেও নজর রাখতে হয়েছে। যদিও আশেপাশের বাড়ির মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন কাজ করছে। দমকলের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগতে পারে। ঘটনাস্থলে রয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।

Comments :0

Login to leave a comment