কসবার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলার সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো পুলিশ। বিহার থেকে ধৃত লক্ষ্মণ শর্মা জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্রের সন্ধান পায় পুলিশ। শনিবার সন্ধ্যায় সেই খবর মোতাবেক কসবার বোসপুকুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা রয়েছে একটি নাইন এমএম পিস্তল, ১২ রাউন্ড কার্তুজ এবং দু’টি ম্যাগাজ়িন। আরও কোনও আগ্নেয়াস্ত্র লুকানো আছে কী না তা খতিয়ে দেখছে পুলিশ।
Comments :0