ফের কুলতলির মৈপীঠে লোকালয়ে বাঘ! বাঘের আক্রমণে জখম হয়েছেন বনকর্মী গণেশ শ্যামল। তাঁকে স্থানীয় হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে ঘটনাটি ঘটে মৈপীঠের নগেনাবাদ গ্রামে। আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। বাঘটিকে ধরতে খাঁচা পাতা হয়েছে বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকরা।
স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, রবিবার জঙ্গল ছেড়ে নদী পেরিয়ে লোকালয়ে আসে বাঘটি। খবর দেওয়া হয় বনদপ্তরে। আতঙ্কে গ্রামবাসীরা গাছে উঠে আশ্রয় নেন। সোমবার সকালে বনদপ্তরের কর্মীরা গ্রামে আসে। বনদপ্তরের কর্মী গণেশ শ্যামলের উপর চড়াও হয় বাঘটি। তাঁর উপর থাবা বসিয়ে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাঘের সঙ্গে রূদ্ধ শ্বাস লড়াই হয় বনদপ্তরের অন্যান্য কর্মীদের। বাঘটি শিকার ছেড়ে চলে যায়। গুরুতর জখম অবস্থায় আক্রান্ত বনদপ্তরের ওই কর্মীকে কুলতলির জামতলা ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতায় এসএসকেএম হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে।
গ্রামবাসীরা জানান, বনদপ্তরের কর্মীরা জঙ্গল লাগোয়া ওই গ্রামটি জাল দিয়ে ঘিরে দেয়। সোমবার সকালে গ্রামে বাঘের পায়ের ছাপ দেখা যায়। এরপর তাঁরা নিশ্চিত হন গ্রামেই রয়েছে বাঘটি। গ্রামবাসীরা বাঘটি তাড়াতে লাঠি নিয়ে বের হয়। বনদপ্তরের কর্মীরাও গ্রামে বাঘটিকে খাঁচা বন্দী করার পরিকল্পনা করে। আচমকা বাঘটি বনদপ্তরের কর্মীর ঘাড়ে থাবা বসিয়ে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। উপস্থিত বনকর্মীরা বাঘটির সঙ্গে লড়াই করে রক্তাক্ত সঙ্গীকে তাঁরা উদ্ধার করে। এদিকে বাঘটি লোকালয়ে থাকায় তাকে ধরতে টোপ দিয়ে খাঁচা পাতা হয়েছে। রয়েছেন বনকর্মীরা। আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।
Comments :0