প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান প্রিন্সিপাল সচিব ২ পদে নিযুক্ত করা হল রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শক্তিকান্ত দাসকে। প্রধানমন্ত্রীর দ্বিতীয় প্রধান সচিব হিসাবে এবার থেকে দায়িত্ব সামলাবেন তিনি।
শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর। তাতে বলা হয়েছে ‘মন্ত্রিপরিষদের নিয়োগ কমিটি রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর শ্রী শক্তিকান্ত দাস, (অবসরপ্রাপ্ত আইএএস) প্রধানমন্ত্রীর প্রধান সচিব-২ পদে নিয়োগের অনুমোদন দিয়েছে। আজ থেকে তিনি তাঁর কার্যভার গ্রহণ করবেন। তাঁর নিয়োগের মেয়াদ প্রধানমন্ত্রীর মেয়াদের অবধি অথবা পরবর্তী নির্দেশ জারি না হওয়া পর্যন্ত বহাল থাকবে।’
শক্তিকান্ত দাস ২০১৮ সালের ডিসেম্বর থেকে ছয় বছর ধরে আরবিআই প্রধান ছিলেন। তারপর রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদের দায়িত্ব নেন সঞ্জয় মালহোত্রা। চার দশক ধরে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে বহু অভিজ্ঞতা রয়েছে শক্তিকান্ত দাসের। তিনি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অর্থ, কর, শিল্প, পরিকাঠামো ইত্যাদি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদ শামলেছেন।
২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারির পদে ছিলেন নৃপেন্দ্র মিশ্র। ২০১৯ সালে শারীরিক কারণে পদত্যাগ করেন। তাঁর পদে নিয়োগ করা হয় প্রমোদ কুমার মিশ্রকে। বর্তমানে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারির পদে রয়েছেন মিশ্র। এদিন দ্বিতীয় প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিয়োগ করা হল শক্তিকান্ত দাসকে।
এদিন আরও একটি ঘোষণা হয়েছে করা হয়ে, বলা হয়েছে, নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যমের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। যা ২৪ ফেব্রুয়ারী, ২০২৫ থেকে শুরু হবে। ১৯৮৭ ব্যাচের অবসরপ্রাপ্ত ভারতীয় প্রশাসনিক আইএএসকে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দুই বছরের জন্য নীতি আয়োগের সিইও নিযুক্ত করা হয়েছিল।
Comments :0