বিশ্বনাথ সিংহ- রায়গঞ্জ
এলাকার জনপ্রিয় মাষ্টার মশাই ছিলেন তিনি। গোয়ালপোখরের গ্রামে গ্রামে পরিচিত মুখ। তিনি এলাকার প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানি। বুধবার সকালে তাঁর মরদেহ নিজের বাড়ি চাকুলিয়ার বিনারদহ গ্রামে পৌছাতেই কান্নায় ভেঙে পড়লেন গ্রামবাসীরা। রাজনৈতিক দলের নেতা আসবে যাবে কিন্তু এলাকার মাষ্টার মশাই আর কোনদিন আসবেন না। বাড়ি ফিরল তাঁর কফিনবন্দী দেহ। দীর্ঘ ১৩ বছর সরকারি ক্ষমতার বাইরে থাকলেও সাইরানির জনপ্রিয়তা সামন্যটুকু কমেনি তা প্রমাণ করে দিলো বুধবার। এদিন ভোরে হাফিজ আলম সাইরানির মরদেহ কলকাতা থেকে নিজের বাড়িতে পৌছায়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় দলীয় অফিস প্রয়াত রমজান আলী ভবনে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। শেষ শ্রদ্ধা জানাতে হাজার হাজার গ্রামবাসি উপস্থিত হয়েছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সেখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে চাকুলিয়া সিরশি হাইমাদ্রাসা মাঠে। সেখানেই তাকে কবরস্থিত করা হয়।
প্রসঙ্গত বেশ কিছুদিন অসুস্থ থাকার পর সোমবার কলকাতার এসকেএমে প্রয়াত হন প্রাক্তন ফরোয়ার্ড ব্লকের রাজ্য নেতা গোয়ালপোখরের প্রাক্তন বিধায়ক রাজ্যের প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সাইরানির। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা চাকুলিয়ার বাড়িতে পৌছান।
Comments :0