Md Salim

১০ মৃত্যুর দায় গোয়েঙ্কা, তৃণমূলের, বললেন সেলিম

রাজ্য

জলমগ্ন কলকাতায় পৌর প্রশাসন ও সিইএসসি’র অবহেলায় বিদ্যুৎপৃষ্ঠ হয়ে দশজনের মৃত্যুর প্রতিবাদে বুধবারই কলকাতার রাস্তায় প্রতিবাদ বিক্ষোভে নামবে বামপন্থী দলগুলি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার বিকেল ৪টেয় ধর্মতলার লেনিনমূর্তির সামনে থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে রাজ্য সরকার, কলকাতা কর্পোরেশন এবং সিইএসসি’র চরম উদাসীনতায় দশজনের মৃত্যুর প্রতিবাদ করা হবে।
সোমবার রাত থেকে কলকাতায় টানা বৃষ্টি হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট সহ বৃষ্টি সংক্রান্ত কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। সকাল পেরিয়ে সন্ধ্যা পর্যন্ত এখনও কলকাতার বহু রাস্তা জলমগ্ন রয়েছে। বেশিরভাগ মৃত্যু বিদ্যুতের তার  ছিঁড়ে পড়ে এমনটাই জানা গেছে।  
আগেও প্রাকৃতিক দুর্যোগে কলকাতা শহরে ছেঁড়া তারের সংস্পর্শে এসে বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তা থেকে শিক্ষা নেয়নি রাজ্য সরকার, বিদ্যুৎ বণ্টন সংস্থা, পৌরসভা, পুলিশ প্রশাসন। এদিন ১০ জন মানুষের মৃত্যুর দায় কে নেবে শেই প্রশ্ন উঠেছে। সুধু ক্ষতিপূরণ দিয়ে এতগুলো মৃত্যুর দায় সারতে পারে না সরকার বলছে বামপন্থী দলগুলো। জানানো হয়েছে মৃতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানানো হবে। 
সিপিআই(এম)’র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম সোসাল মিডিয়াতে লিখেছেন, এই মৃত্যুর দায় কার? সিইএসসি’র মালিক গোয়েঙ্কাদের নাকি তাদের থেকে নির্বাচনী বন্ডে ৩৫০ কোটি টাকা নেওয়া তৃণমূলের? উৎসবের মুখে কলকাতা ও সংলগ্ন এলাকা জলের তলায়, হকার ও ছোটো দোকানদারদের বিপুল ক্ষতি হলো। কলকাতা কর্পোরেশনকে অবিলম্বে সব ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। 
সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সাংবাদিকদের বলেন, অতিবৃষ্টি আগেও হয়েছে। কিন্তু উৎসবের মুখে কলকাতাবাসী বিশেষ করে শহরের গরিব মানুষ বিপদের মধ্যে পড়েছেন সরকার ও কলকাতা কর্পোরেশনের অবহেলায়। প্রাণহানি ঘটেছে, যানবাহন বন্ধ হয়ে মানুষের জীবিকা স্তব্ধ হয়ে গেছে। সমস্ত বিপন্ন মানুষের পাশে আমাদের কর্মীদের, সব বামপন্থী ও সামাজিক কর্মীদের দাঁড়াতে বলেছি। রেড ভলান্টিয়াররা দাঁড়িয়েছেন। বিপন্ন মানুষের পাশে থাকাটা আমাদের দায়িত্ব। কিন্তু এটাই তো প্রথম অতিবৃষ্টি নয়। আগে যখন বিপর্যয় হয়েছে তখন মুখ্যমন্ত্রী ম্যানমেড বন্যা বলতেন। মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিপর্যয়ের দায় কখনো ডিভিসির ঘাড়ে কখনো প্রকৃতির ঘাড়ে চাপিয়ে তিনি নিজের দায় এড়াচ্ছেন? কলকাতা লন্ডন হয়ে গেল নাকি দীঘা কলকাতায় এসে পড়লো? কলকাতার চারপাশ পূর্ব কলকাতা জলাভূমি দখল হয়ে গেছে। খাল নিকাশী নালা বন্ধ। জলাভূমি বুজিয়ে নির্মাণ হয়েছে। কর্পোরেশনের নিকাশী পাম্প অকেজো। এসবই রাজ্য সরকার ও কর্পোরেশনের ব্যর্থতা। মানুষকে আমরা বলবো, আমরা পাশে আছি, সরকার অপদার্থতা দেখালেও মানুষকে সতর্ক থাকতে হবে।

Comments :0

Login to leave a comment