Kisan Morchar condemns tear gas attack

গ্রেটার নয়ডার জেলবন্দি কৃষকরা অনশনে, শম্ভুতে কাঁদানে গ্যাসের নিন্দা কিসান মোর্চার

জাতীয়

শম্ভু সীমান্তে কৃষক মিছিলে কাঁদানে গ্যাস ছোঁড়ার তীব্র নিন্দা করল সংযুক্ত কিসান মোর্চা। পাশাপাশি উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় আন্দোলনরত কৃষকদের জেল থেকে মুক্তিরও দাবি জানিয়েছে শতাধিক কৃষক সংগঠনের এই মঞ্চ।
ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) আইনি গ্যারান্টি সহ একাধিক দাবিতে রবিবার কৃষকরা হরিয়ানা-দিল্লি সীমান্ত থেকে দিল্লির দিকে যাত্রা করেছিলেন। কিন্তু সেই পথের মাত্র কয়েক মিটার পর হরিয়ানা পুলিশ মিছিল আটকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানালো সংযুক্ত কিসান মোর্চা। 
কিসান মোর্চা বলেছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৫ জন কৃষক গুরুতর ভাবে আহত হয়েছে। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কৃষকদের আন্দোলনকে দমন করার জন্য সবসময়ই পুলিশ বাহিনী ব্যবহার করেন। 
সংযুক্ত কিষান মোর্চা গোটা দেশের কৃষকদের কাছে আহ্বান করেছে যে ২০২৫ সালের শুরু থেকেই গোটা দেশ জুড়ে ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) আইনি গ্যারান্টি মতো দাবি নিয়ে বৃহত্তর সংগ্রাম গড়ে তোলার। 
সংযুক্ত কিষান মোর্চা গ্রেটার নয়ডায় চলমান কৃষক আন্দোলনের উপর পুলিশি বর্বরতাকে ধিক্কার জনিয়েছে। কৃষক আন্দোলনের নেতাদের বাড়িতে গৃহবন্দী করে রাখছে এবং মহিলাদের সাথে অশালীন ব্যবহার করছে উত্তর প্রদেশ সরকারের পুলিশ। বিনা অপরাধে জামিন অযোগ্য ধারায় কৃষকদের জেলে বন্দি করে রেখা হয়েছে। সেই কৃষকরা জেলে অনশনে বসেছেন। উত্তর প্রদেশের পুলিশ কৃষক নেতা রাকেশ টিকায়েত ও তাজেন্দার সিংকে কৃষকদের যমুনা এক্সপ্রেসওয়েতে মহা পঞ্চায়েতে যেতে বাধা দেয়। 
সংযুক্ত কিসান মোর্চা উত্তর প্রদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ভারতের রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতির কাছে দাবি জানিয়েছে।  ভারত জুড়ে সব মানুষকে গ্রেটার নয়ডার আন্দোলনকারী সাহসী কৃষকদের প্রতি সংহতি ও সমর্থন প্রকাশ করার আহ্বান জানিয়েছে কিসান মোর্চা।

Comments :0

Login to leave a comment