আইসিসি’র চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হলেন নিউজিল্যান্ডের গ্রেগর বার্কলে। (Greg Barclay re-elected as ICC chairman)। শনিবার দুই বছরের মেয়াদে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ২০২০ সালের আইসিসির চেয়ারম্যান হয়েছিলেন বার্কলে। এদিন মেলবোর্নে আইসিসির বোর্ড সভার আগে বার্কলের প্রতিপক্ষ জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) চেয়ারম্যান ডঃ তাভেংওয়া মুকুহলানি আইসিসি’র চেয়ারম্যান পদ থেকে তাঁর নাম প্রত্যাহার করে নিয়েছেন। সেই কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি’র (International Cricket Council) চেয়ারম্যান পদে পুনঃনির্বাচিত হয়েছেন বার্কলে।
বার্কলেকে নির্বাচিত ঘোষণা করার জন্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন ছিল। ১৭ সদস্যের বোর্ডে ১২ জন পরিচালকের সমর্থন পেয়েছেন বার্কলে। ভারতীয় ক্রিকেট বোর্ডও সমর্থন জানিয়েছে বার্কলেকে। নিউজিল্যান্ড ক্রিকেটের (Zealand Cricket) প্রাক্তন প্রধান বার্কলে আরও দুই বছর এই দায়িত্বে বহাল থাকবেন।
Comments :0