চা-শ্রমিকরা দল বেঁধে নৃত্য সম্মেলনস্থলে। শনিবার সিপিআই(এম) জলপাইগুড়ি জেলা ২৬তম সম্মেলনে সে সময় যোগ দিয়েছেন প্রতিনিধিরাও।
এদিনই শুরু হয়েছে সম্মেলন। চলবে রবিবার পর্যন্ত। প্রকাশ্য সমাবেশে বক্তব্য রেখেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও।
এদিন পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের পর চা শ্রমিকরা আদিবাসী নৃত্য পরিবেশন করেন। সম্মেলনে পার্টির রক্ত পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান নেতা জিতেন দাস।
বয়স ৯৪। তবু সম্মেলনে অংশ নিয়েছেন মহিলা নেত্রী কমলা সরকার। শহীদ বেদীতে মালা দেন তিনি। বুক স্টলেরও উদ্বোধন করেন।
cpi(m) jaipaiguri conference
চা-শ্রমিকদের দলবদ্ধ নাচ, মাল্যদান প্রবীণ নেত্রীর
×
Comments :0