Accident

ট্রাকের ধাক্কায় গুজরাটে শিশু সহ হত ৪

জাতীয়

রবিবার গুজরাটের বনসকান্থা জেলায় থারাদ জাতীয় সড়কে রাস্তার পাশে কাজ করার সময় বালিবাহী একটি ট্রাক উল্টে গেলে তিন মহিলা ও এক শিশুসহ চারজন নিহত হয়।
রাস্তা তৈরির কাজ চলতে চলতেই  এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ট্রাকচালক সরু বাঁক নিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়িটি উল্টে যায়।
ঘটনার পর উদ্ধারের কাজ শুরু করা হযয়েছে এবং জেসিবি মেশিন ব্যবহার করে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Comments :0

Login to leave a comment