নতুন মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার।বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার পদে রয়েছেন রাজীব কুমার। মঙ্গলবার তিনি অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন জ্ঞানেশ কুমার। ভারতের নয়া মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারের নাম ঘোষণা করা হল সোমবার গভীর রাতে। বুধবার থেকে মুখ্য নির্বাচনী কমিশনার হিসেবে তাঁর কার্যকালের মেয়াদ শুরু হবে। ২০২৯ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত সেই পদে থাকবেন তিনি। ২৬ তম প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন জ্ঞানেশ কুমার।
১৯৮৮ সালের কেরালা ব্যাচের ক্যাডার হিসাবে আইএএস অফিসার হয়েছেন। এর আগে তিনি সংসদ বিষয়ক মন্ত্রকের সচিবও ছিলেন। এদিন বিবেক যোশীকে নির্বাচন কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। তিনি ১৯৮৯ সালের হরিয়ানা ব্যাচের ক্যাডার। জ্ঞানেশ কুমার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেন। বিজনেস ফিনান্স নিয়েও পড়াশোনা করেছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা রদে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্মসচিব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব হিসেবেও কাজ করেছেন। ভারত সরকারের হয়েও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। এদিন রাতে তাঁর নাম চূড়ান্ত করে সুপারিশ করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে।
তাঁকেই নিয়োগ করলেন রাষ্ট্রপতি। এদিন রাতে এই খবর জানাল কেন্দ্রীয় আইন মন্ত্রক।
সুপ্রিম কোর্টে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে মামলা চলায় এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার কথা বলেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কিন্তু বিরোধী দলনেতার কথাকে আমল না দিয়ে তাঁর অনুপস্থিতিতেই এই সিদ্ধান্ত সোমবার বৈঠক থেকে নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এর জেরে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।
Comments :0