আনোয়ার আলির প্রস্থানের পর একজন ভালো ভারতীয় ডিফেন্ডারকে দলে নিতে চায় মোহনবাগান। তাই এইবার কেরালার তরুণ প্রতিভাবান ডিফেন্ডার হরমিপামের দিকে নজর মোহন ম্যানেজমেন্টের । প্রীতম , আলেক্স সাজি , সানা সিংয়ের পর এইবার সবুজ মেরুনের সাথে নাম জড়ালো হরমিপামের । তবে , এইক্ষেত্রে এই তরুণ ডিফেন্ডারের আসার সম্ভাবনা ক্রমশ জোড়ালো হচ্ছে । সানা সিংয়ের সাথে ৫ বছরের চুক্তি রয়েছে বেঙ্গালুরুর। তাই তার আসার সম্ভাবনা কম । তবে , হরমিপামকে নিতে গেলে নিজেদের আর এক তরুণ প্রতিভাকে ছাড়তে হবে মোহনবাগানকে। গত মরশুমে মাঝমাঠ সামলেছিলেন অভিষেক সূর্যবংশী। তাকেই সোয়াপ ডিলে চাইছে কেরালা ব্লাস্টার্স । কিন্তু নিজেদের এই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের বলিদান দিতে অনিচ্ছুক সবুজ মেরুন। এখন দেখার ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে কোন ফুটবলারকে দলে ভেরায় মোহনবাগান।
What is Harmipam on the way to Mohun Bagan?
মোহনবাগানের পথে কি হরমিপাম
×
Comments :0