MD SALIM

মহরমের দিন রাজ্য জুড়ে হবে সম্প্রীতি শিবির : সেলিম

রাজ্য

মহরমের দিন রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মনিরপেক্ষ গণতন্ত্র প্রিয় মানুষদের নিয়ে সম্প্রীতি শিবির করবে সিপিআই(এম)। বৃহস্পতিবার জানালেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘‘মহেশতলায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে গতকাল মিছিল করেছে সিপিআই(এম)। সেখানে ছিলাম। ওই এলাকায় উত্তেজনা তৈরি করার চেষ্টা হয়েছিল। মহরমের সময় গত কয়েক বছর ধরে অংশগ্রহণ কমছে। কোথাও আবার বেশি করে হয়। কিন্তু মাতাম হয়, শোকের মিছিল হয়। বিভিন্ন এলাকায় আমাদের কর্মীরা থাকবে ধর্ম নিরপেক্ষ মানুষদের নিয়ে শান্তি সম্প্রীতি বজায় রাখতে সজাগ থাকবে।’’
এদিন কলকাতা হাইকোর্ট রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয় গুলোয় ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত। সেই প্রসঙ্গে সেলিম বলেন, ‘‘দক্ষিণ কলকাতা ল’কলেজ কি ভাবে ছাত্রীকে নির্যাতন করেছে, ধর্ষণ করেছে তা তদন্ত উঠে এসেছে। ওই অভিযুক্তের বিরুদ্ধে আগেও অভিযোগ জমা পড়েছে, কোন পদক্ষেপ নেওয়া হয়নি। কলেজ গুলোয় ছাত্র সংসদ নেই। মস্তানদের পোষা হয়েছে। দুর্নীতি হয়েছে, দাদাগিরি চলেছে। দুর্নীতির সাম্রাজ্য রাখার জন্য পৌরসভা, পঞ্চায়েত, শিক্ষা, স্বাস্থ্য সব জায়গায় এই পরিবেশ তৈরি করা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে কোন পরিবেশ নেই। ইউনিয়ন রুম গুলো মদের আখড়া। সায়ন ব্যানার্জির মামলায় আদালত ছাত্র সংসদ রুম গুলোয় তালা ঝোলাতে বলেছে, স্বাগত জানাচ্ছি এই পদক্ষেপকে। দেখতে হবে কত দ্রুত এই কাজ হচ্ছে।’’

Comments :0

Login to leave a comment