ইজরায়েলের আক্রমণে নিহত হেজবোল্লার প্রচার বিভাগের প্রধান মহম্মদ আফিফ। লেবাননের সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হেজবোল্লার বেইরুটের রস আল নাবায় নিহত হয়েছেন।
ইজরায়েল বেইরুটের দাহিয়েতে লাগাতার বোমা ফেলে চলেছে। শনিবার ১৪৫ বার হামলা হয়েছে বলে লেবাননের প্রশাসন।
সংবাদমাধ্যমে সংযোগের ক্ষেত্রে প্রধান দায়িত্ব পালন করতেন আফিফ। ইজরায়েলের এই হামলায় সংঘাত তীব্রতর হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। আফিফ একসময়ে আল মানার টিভি-র ডিরেক্টর জেনারেলের দায়িত্ব পালন করেছেন।
হেজবোল্লা সশস্ত্র গোষ্ঠী হলেও তার প্রচার বিভাগের প্রধান সশস্ত্র কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না বলে জানাচ্ছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ প্রতিষ্ঠান আল জাজিরা।
পশ্চিম এশিয়ার একাধিক সংবাদমাধ্যম জানাচ্ছে, ইজরায়েল এই পর্বে মুখ্যত লেবাননের রাজধানী বেইরুটের শহরতলি এলাকায় হামলা চালাচ্ছিল। কিন্তু আফিফ নিহত হয়েছে শহরের কেন্দ্রভাগে হামলায়। বলা হচ্ছে, ইজরায়েল কেবল সামরিক অপারেশনে যুক্ত অংশকে আক্রমণের কক্ষ্য করছে না। সংবাদমাধ্যমে প্রতিরোধী অংশের বক্তব্যের উৎস বন্ধ করতে চাইছে।
আফিফ কেবল হেজবোল্লার সংবাদ বিভাগই সামলাতেন না। সংগঠনের প্রয়াত প্রধান হাসান নাসারেল্লার রাজনৈতিক উপদেষ্টার কাজও করতেন।
হেজবোল্লার সঙ্গে ইজরায়েলের সংঘাতের মূল কারণ আগ্রাসন। প্যালেস্তাইনের পাশাপাশি পশ্চিম এশিয়ার লেবানন, সিরিয়ার মতো একাধিক দেশে ইজরায়েলের অবিরাম দখলদারির প্রতিরোধী বিভিন্ন গোষ্ঠীও সক্রিয়। লেবাননে সক্রিয় হেজবোল্লা।
Israel Hezbollah
ইজরায়েলের হানায় নিহত হেজবোল্লার প্রচার প্রধান আফিফ
×
Comments :0