Droher carnival

হবে দ্রোহের কার্নিভাল

রাজ্য কলকাতা

দ্রোহের কার্নিভালের অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বিকাশ রঞ্জন ভট্টাচার্যর করা মামলায় মুখ পড়লো রাজ্যের।
দ্রোহের কার্নিভাল আটকাতে রানি রাসমণি অ্যাভিনিউ সহ তার আশপাশের রাস্তায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ নম্বর ধারা (পূর্বের ১৪৪ ধারা) জারি করে কলকাতা পুলিশ। যার ফলে পাঁচ জনের বেশি কোন জমায়েত ওই এলাকা গুলোয় করা যাবে না। রেড রোডের পুজো কার্নিভালে এই কর্মসূচি বিঘ্ন ঘটাতে পারে এই আশঙ্কা থেকে ১৬৩ ধারা জারি করা হয়েছে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়।
কলকাতা পুলিশের এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। এদিন দুপুরেই বিচারপতি রবিকিষান কাপুরের বেঞ্চে শুনানি হয়।
আর জি কর কাণ্ডের বিচারের দাবিতে মঙ্গলবার রেড রোডে পুজো কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভালের’ ডাক দিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব মনোজ পান্থ মেইল করে সংগঠকদের জানিয়ে ছিলেন এই কর্মসূচি বাতিল করার জন্য। গতকাল স্বাস্থ্য ভবনের বৈঠক থেকে বেরিয়ে চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন যে সব বাধা উপেক্ষা করেই এই প্রতিবাদ কর্মসূচি হবে। তারা আরও জানান যে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে তারা আমন্ত্রণ জানিয়েছেন তাদের এই কর্মসূচিতে যোগদান করার জন্য।

Comments :0

Login to leave a comment