সঞ্জয় রায়ের ফাঁসির আবেদন সংক্রান্ত মামলায় হাই কোর্টে ধাক্কা খেল রাজ্য। আর জি কর হাসপাতালে চিকিৎসকের খুন ও ধর্ষণ ঘটনায় অভিযুক্ত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের যে মামলা রাজ্য করে, সেই আবেদন খারিজ করে দিল আদালত। এদিন আদালতে পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এই সংক্রান্ত কোন আবেদন একমাত্র সিবিআই করতে পারে। উল্লেখ্য রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই একই আবেদন হাইকোর্টে করেছে।
শিয়ালদহ আদালতে সঞ্জয় রায়কে বিচারপতি আজীবন কারাবাসের সাজা দেয়। নিম্ন আদালতে সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় রাজ্য এবং সিবিআই।
High Court
হাইকোর্টে খারিজ সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের আবেদন
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/23938/67a5ace00812b_800px-Calcutta_highcourt.jpg)
×
Comments :0