Horrible explosion in Champahati

চম্পাহাটিতে বাজি ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৩

জেলা

শনিবার চম্পাহাটির হাড়ালে এই বাড়িতেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ছবি:- অনিল কুন্ডু

বারুইপুরের চম্পাহাটিতে এক বাজি ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। ওই বাজি ব্যবসায়ী সহ ৩ জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। কলকাতায় এমআর বাঙ্গুর হাসপাতালে তাঁদেরকে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়েছে। 
শনিবার দুপুরে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে চম্পাহাটির হাড়াল সর্দার পাড়ায়। বিস্ফোরণের তীব্রতায় কেপে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুন থেকে ঘরে রাখা মজুত বাজিতে বিস্ফোরণ ঘটে। বাজি বিস্ফোরণে বাড়ির ছাউনি উড়ে গিয়েছে। ঘরের ইটের দেওয়াল ভেঙেছে। গ্রামাবাসীরা আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন। বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা অগ্নিদগ্ধ ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাঁদের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় বারুইপুর হাসপাতাল থেকে এমআর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। 
ভর দুপুরে আচমকা বিস্ফোরণে কেপে ওঠে গোটা এলাকা। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। স্থানীয় গ্রামবাসীরা আতঙ্কে ঘর ছেড়ে বেড়িয়ে আসেন। তাঁরা জানান, স্থানীয় বাজি ব্যবসায়ী পিন্টু মন্ডল অবিক্রিত বহু বাজি তাঁর বাড়িতে একটি ঘরে মজুত রেখে ছিলেন। এদিন দুপুরে তাঁর স্ত্রী রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় আগুনের ফুলকি মজুত বাজিতে পড়লে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বাড়ির ছাউনি, ইটের দেওয়াল একাংশ ভেঙে পড়ে। বাজি বিস্ফোরণে আগুনে ঝলসে গেছেন তাঁরা। পিন্টু মন্ডল, শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার সহ মোট ৩ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের পরিস্থিতি আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। 
এদিকে ভয়াবহ এই বাজি বিস্ফোরণের ঘটনায় বারুইপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তকারী পুলিশ আধিকারিকদের প্রাথমিক অনুমান রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে মজুত বাজিতে আগুন লেগে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। 
চম্পাহাটির হাড়াল বাজি তৈরির গ্রাম। ঘরে ঘরে বাজি তৈরি হয়। গ্রামের মানুষের জীবন জীবিকা এই বাজি শিল্পর উপর নির্ভরশীল। বহু শ্রমিক এই শিল্পর সঙ্গে যুক্ত। এদিনের ভয়াবহ দুর্ঘটনায় আশঙ্কিত গ্রামবাসীরা বলেন, আমাদের আরো সতর্ক হতে হবে। 
 

Comments :0

Login to leave a comment