RANIGAUNGE CPI(M)

জনগণের পঞ্চায়েত গড়ার স্লোগানে মিছিল রানিগঞ্জে

জেলা

RANIGAUNGE CPIM বুধবার মিছিল রানিগঞ্জে।

রাজ্যজুড়ে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী মেজাজ নিয়ে বুধবার মিছিল করলো সিপিআই(এম)। রানিগঞ্জ এরিয়া কমিটির ডাকে লাল ঝাণ্ডার জনস্রোতে ভাসলো রানিগঞ্জের রাজপথ। পোস্ট অফিস ময়দান থেকে মিছিল এনএস বি রোড ধরে সিয়ারসোল অভিমুখে পৌঁছাতে যত বেলা গড়িয়েছে ততই মিছিলের তেজ বেড়েছে। 

মিছিল থেকে আওয়াজ ওঠে, চোর তৃণমূল দূর হটো। গ্রামে শহরে জীবন জীবিকার সঙ্কট প্রবল। একশো দিনের কাজ করে মজুরি পায়নি। গৃহহীনদের আবাস যোজনার ঘর পাইনি। বাধর্ক্যভাতা, বিধবাভাতার অনুদান দিচ্ছে না। সর্বত্রই দুর্নীতি চলছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে। কলকারখানা বিক্রি করছে বিজেপি। 

বিজেপি ধর্মের জিগির তুলে মানুষকে ভাগ করছে। তৃণমূলের নেতারা দামোদরের বালি লুট করছে। কয়লা চুরি হচ্ছে। প্রশাসন নির্বিকার। চাকরি লুট হয়ে যাচ্ছে।  মানুষ বুঝে গেছে তৃণমূল-বিজেপির যোগসাজশ আছে বলে দুর্নীতির তদন্তে গাফিলতি হচ্ছে। 

মিছিলে দাবি ওঠে, চোরের মাথাকে ধরতে হবে। মিছিলের নেতৃত্বে ছিলেন শ্রমজীবী আন্দোলনের নেতা প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, সুপ্রিয় রায়, অনুপ মিত্র, হেমন্ত প্রভাকর, কৃষ্ণা দাশগুপ্ত প্রমুখ। এদিন মিছিলে পা মেলানো মানুষের আওয়াজ, লুটেরাদের হটিয়ে জনগণের পঞ্চায়েত গড়ে তোলো। 

Comments :0

Login to leave a comment