রোপওয়ে প্রকল্প ঘিরে ফের বিক্ষোভ তীব্র হয়েছে কাটরা। বৈষ্ণো দেবী দর্শনার্থীদের ট্রেকিংয়ের এই বেস ক্যাম্পে শ্রমিক এবং দোকান ব্যবসায়ীরা দলে দলে নেমে বিক্ষোভ দেখিয়েছেন বুধবারও।
পুলিশ জানিয়েছে মঙ্গলবারই আটজনের নামে এফআইআর দায়ের করা হয়েছিল। বুধবার তাঁদের আটকও করা হয়।
জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলার এই অঞ্চল অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দোকান ব্যবসায়ী এবং বিভিন্ন পেশায় যুক্ত শ্রমিকদের আশঙ্কা রোপওয়ে হলে তাঁদের জীবিকা মার খাবে। বুধবার দু’জনকে আটক করা হয়।
তবে উধমপুরের ডিআইজি রইস ভাটের দাবি কাউকে গ্রেপ্তার করা হয়নি।
গত সোমবার কাটরার ফাউন্টেন চকে বিক্ষোভ হয়। রাস্তা অবরোধও হয়। পুলিশের অভিযোগ, বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতিতে বাহিনীর কয়েকজন আহত হন। পরিস্থিতি জটিল হতে থাকায় বুধবার বিবৃতি দিতে বাধ্য হয়েছেন এই কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপাল মনোজ সিন্হা। তিনি বলেছেন, বিক্ষোভকারীদের উদ্বেগের বাস্তব কিছু কারণ রয়েছে। আশা করা যায় সমাধানে পৌঁছানো যাবে।
জম্মু ও কাশ্মীরে এখন সরকার ন্যঅশনাল কনফারেন্সের। তবে সদ্যই আসীন হয়েছে এই সরকার। এই প্রকল্প তার আগের। রাজ্যে তখন নির্বাচিত সরকার ছিল না। উপরাজ্যপালই কেন্দ্রের প্রতিনিধি হয়ে সব সিদ্ধান্ত নিচ্ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে যে ভূপেন্দ্র সিং বি সোহন চাঁদ বিক্ষোভে নেতৃত্ব দিয়েছেন কাটরায়। ‘ভারত মাতা কি জয় স্লোগান’ শোনা গিয়েছে। বিক্ষোভে জীবিকা বাঁচাতে একজোট হয়েছেন সব ধর্মের শ্রমিক, ব্যবসায়ীরা। প্রায় ২৫০ কোটি টাকার রোপওয়ে প্রকল্পে সম্মতি জানায় বৈষ্ণো দেবীর পরিচালন কর্তৃপক্ষ। আগামী দু’বছরের মধ্যে চালু হবে এই প্রকল্প।
রেয়াসির ডেপুটি কমিশনার বিশেষ পাল মহাজন এবং ভূপিন্দর সিং বৈঠক যদিও করেছেন বুধবার। তারপর যৌথ ঘোষণায় আপাতত বিক্ষোভ স্থগিত রাখার সিদ্ধান্ত জানিয়েছেন।
KATRA Ropeway Protest
রোপওয়ে কেড়ে নেবে জীবিকা, তুমুল বিক্ষোভ কাটরায়
×
Comments :0