ICDS Maldaha

সরকারি স্বীকৃতির দাবিতে মালদহের রাস্তায় অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা

জেলা

ধবার মোট ১১ দফা দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির মিছিল মালদহ শহরে।

সরকারি স্বীকৃতির দাবিতে ফের রাস্তায় নামলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। বুধবার মোট ১১ দফা দাবিতে পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির মালদহ জেলা কমিটির মালদহ শহরে মিছিল করে। জেলা প্রকল্প আধিকারিকের কাছে ডেপুটেশন দেওয়া হয়। 
ন্যূনতম ২৬ হাজার টাকা বেতন, জ্বালানি ডিম ও সব্জির দাম বাজার দর অনুযায়ী দেওয়া, প্রতিটি কর্মীকে কাজের সুবিধার জন্য স্মার্ট ফোন দেওয়া, অবসরকালীন ১৫ হাজার টাকা ভাতা প্রদানের মতো দাবি তুলেছে সিআইটিইউ অনুমোদিত এই সংগঠন।
সিআইটিইউ জেলা সভাপতি প্রণব দাসের সভাপতিত্বে সভা হয়। সভায় প্রণব দাস সহ সংগঠনের জেলা সম্পাদক শিপ্রা চক্রবর্তী, অপর্ণা বিশ্বাস এবং সিআইটিইউ নেতা অজয় খান, স্বপন সেন, নিলয় গাঙ্গুলী, অনুপম গুণ সহ অন্যান্যরা ভাষণ দেন
পরে শিপ্রা চক্রবর্তী, সুপ্রিয়া মজুমদার, পূর্ণিমা সিংহ, সরলা সরকারের নেতৃত্বে ৮ জনের এক প্রতিনিধি দল গিয়ে জেলা প্রকল্প আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেন।

Comments :0

Login to leave a comment